Bangladeshi Actress: গতকাল থেকেই জানা যাচ্ছিল, বাংলাদেশী অভিনেত্রীর মৃত্যুর খবর। এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি নাকি প্রয়াত, এমনটাই ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। কিছুদিন আগেই তিনি তাঁর সন্তানকে বাড়িতে রেখে পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। এবং গতকাল থেকেই জানা যাচ্ছিল, হঠাৎ নাকি তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। যদিও তারকাদের মৃত্যুর খবর মাঝেমধ্যেই শোনা যায়।
কিন্তু, বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী যিনি শেষ বছর থেকে ক্রমাগতই গা ঢাকা দিয়েছিলেন, বিশেষ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে তাঁকে আর দেখা যায়নি সেভাবে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং, বলাই উচিত তারপরেই বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম তেড়েফুঁড়ে ওঠে এই খবরের সত্যতা জানতে। এবং শোনা যায় সম্পূর্ণ ঘটনাই নাকি মিথ্যে। তবে, অভিনেত্রী এবার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন।
Actress Tragic Story: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু! ঝুলন্ত দেহ…
গতকাল সন্তানকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি। সুতরাং তিনি যে মরেননি একথা জানা যাচ্ছিল। কিন্তু, নিজেই নিজের মৃত্যুর খবর কানে শোনার পর তাঁর তরফে কী প্রতিক্রিয়া এল? অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে একটি মন্তব্য রেখেছেন। যেখানে তিনি সাফ বললেন, "আমি বেঁচে আছি। মরি নাই রে ভাই..।" এখানেই থামলেন না তিনি। বরং আসন্ন দিনে তাঁর চেনাশোনা কেউ বাংলাদেশ থেকে মার্কিন মুলুকে যাবেন কিনা এই প্রসঙ্গেও জানতে চেয়েছেন।
যদিও তারকার ভুয়ো মৃত্যুর খবর এই নিয়ে প্রথম না। বরং খেয়াল করলে দেখা যাবে এর আগে পরীমণি নিজের মৃত্যুর খবর নিজে কানে শুনেই সমাজ মাধ্যমে লাইভে এসে তাঁর অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন। সেই ঘটনার রেশ কমতে না কমতেই এই ঘটনা। প্রসঙ্গে, বাংলাদেশ এখন উত্তাল। কুমিল্লায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ধর্ষণের সেই অশ্লীল ঘটনায় তারকারা অনেকেই সরব হয়েছেন। উল্লেখ্য, এই বাংলায় বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তবে, সেদেশে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, একবার তো পুলিশি হেফাজতেও ছিলেন তিনি।