Mahua Moitra: পঙ্কজে মুগ্ধ, কালীন ভাইয়ার কাছে মোক্ষম আবদার কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার, পূরণ হল কী?

তিনি এমন এক অভিনেতার নাম নিলেন, যাকে ভালবাসার মানুষের অন্ত নেই। বলা উচিত, তার অভিনয় দক্ষতায় মন হারিয়েছেন অনেকেই। সেই মানুষটা আর কেউ নন, বরং পঙ্কজ ত্রিপাঠি।

তিনি এমন এক অভিনেতার নাম নিলেন, যাকে ভালবাসার মানুষের অন্ত নেই। বলা উচিত, তার অভিনয় দক্ষতায় মন হারিয়েছেন অনেকেই। সেই মানুষটা আর কেউ নন, বরং পঙ্কজ ত্রিপাঠি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pankaj

কী বললেন মহুয়া?

Mahua Moitra on Pankaj Tripathi: তারকার প্রেমে পড়া যেকারওর পক্ষে সম্ভব! রাজনীতিবিদ বলে কি কাউকে ভাল লাগতে নেই? নাকি অভিনেতার প্রেমে পড়তে নেই? এমনটাই যেন শোনা গেল মহুয়া মৈত্রের কণ্ঠে। কৃষ্ণনগরের সাংসদ সদ্যই বিয়ে করেছেন। তার বিয়ে নিয়েও নানা আলোচনা হয়েছে। কিন্তু, তিনি নাকি অন্য কারওর প্রেমে মজেছেন! জনসমক্ষে তাঁকে বলতে শোনা গেল এমন একজনের নাম। পছন্দের তারকার প্রতি ভালবাসার কথা অনেকেই প্রকাশ্যে বলতে পারে না। তবে, মহুয়া দেবী সেই ভুল করলেন না।

Advertisment

তিনি এমন এক অভিনেতার নাম নিলেন, যাকে ভালবাসার মানুষের অন্ত নেই। বলা উচিত, তার অভিনয় দক্ষতায় মন হারিয়েছেন অনেকেই। সেই মানুষটা আর কেউ নন, বরং পঙ্কজ ত্রিপাঠি। যিনি শুধু এক কাঁধ নাচিয়ে হাজার হাজার ভিউজ তো বটেই, তার সঙ্গে বক্স অফিস পর্যন্ত কাঁপাতে পারেন। পঙ্কজের প্রেমে মাতোয়ারা মহুয়া? কী বলছেন তিনি? এমনিতে রাজনীতি ছাড়াও তিনি সিনেমা সিরিজ দেখতে ভালবাসেন। 

Dev and Shubhashree: 'দেবকে নেওয়ার সামর্থ্য আমার নেই..', কোন প্রসঙ্গে নয়া ইঙ্গিত শুভশ্রীর?

Advertisment

মহুয়ার কথায়, "আমি মুন্নাভাই সিরিজ দেখেছি। আবারও দেখব। ভিকি ডোনার ছবিটা আমার ভাল লেগেছিল।" সাংসদ আরও জানান, তিনি মির্জাপুর সিরিজটি দেখেছেন। আর পঙ্কজকে কালীন ভাইয়া হিসেবে বেশ ভাল লেগেছে তাঁর। তিনি সোজাসাপ্টা বললেন, "পঙ্কজ ত্রিপাঠি খুব ভাল অভিনেতা। মির্জাপুর সিরিজে ওকে খুব ভাল লেগেছে। এমনকি গ্যাংস অফ ওয়াসিপুরে তাঁকে আমার দারুণ লেগেছে। তাঁর ডার্ক এবং ব্ল্যাক ক্যারেক্টারগুলো আমার বেশি ভাল লাগে। 

এখানেই শেষ না। অভিনেতার সঙ্গে কলকাতার এবং বাংলার যোগ আছে। পঙ্কজ বিয়ে করেছেন বাঙালি কন্যেকে। ফলে, এই বাংলার সঙ্গে তাঁর চেনা পরিচিতি রয়েছে। মহুয়া নাকি তাঁর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন একবার। বার্তাও পাঠিয়েছিলেন অভিনেতার কাছে। কফি খাওয়ার আর্জি জানিয়েছিলেন। মহুয়া বলেন, "আমি উনার সঙ্গে কফি খাওয়ার আর্জি জানিয়েছিলাম। বলেছিলাম, আমি আপনার অনুরাগী। দেখা করতে চাই। কিন্তু, তিনি আলিবাগে থাকেন, কারওর সঙ্গেই দেখা করতে চান না। 

Pankaj Tripathi Mahua Moitra Entertainment News Entertainment News Today