Bollywood actress: বাথরুমে টাকার পাহাড় ! সম্মান বিসর্জন দিয়ে কোন পেশায় নিযুক্ত হয়ে শেষ অভিনেত্রীর কেরিয়ার?

12 Lkahs Found At Actress Home: কেরিয়ারের মধ্যগগনে থেকেও অর্থ উপার্জনের উচ্চাকাঙ্খা। অসৎ পথে অর্থ উপার্জন করেছিলেন। যার জেরে শেষ হয়ে গিয়েছিল কিংবদন্তী অভিনেত্রীর কেরিয়ার। যা করেছিলেন শুনলে আপনি চমকে যাবেন।

12 Lkahs Found At Actress Home: কেরিয়ারের মধ্যগগনে থেকেও অর্থ উপার্জনের উচ্চাকাঙ্খা। অসৎ পথে অর্থ উপার্জন করেছিলেন। যার জেরে শেষ হয়ে গিয়েছিল কিংবদন্তী অভিনেত্রীর কেরিয়ার। যা করেছিলেন শুনলে আপনি চমকে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অসৎ পথে অর্থ উপার্জন করে শেষ অভিনেত্রীর কেরিয়ার!

অসৎ পথে অর্থ উপার্জন করে শেষ অভিনেত্রীর কেরিয়ার!

Mala Sinha: ছয় বা আটের দশকের কিংবদন্তী শিল্পীদের মধ্যে অন্যতম মালা সিনহা। একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। কিন্তু, একটা ভুল শেষ করে দিয়েছিল প্রবাদপ্রতীম অভিনেত্রী মালা সিনহার কেরিয়ার। আয়কর বিভাগ তদন্ত করতেই বাথরুম থেকে মিলেছিল ১২লাখ টাকা। আর সেই টাকা কী ভাবে উপার্জন করেছিলেন সেই সত্যিটা ভরা আদালতে বলেছিলেন মালা সিনহা। অকপটে বলেছিলেন, দেহ ব্যবসা করে এই অর্থ উপার্জন করেছেন। সেই স্বীকারোক্তিতেই এক নিমেষে শেষ হয়ে যায় মালা সিনহার কেরিয়ার!! জেনে নিন ঠিক কী হয়েছিল মালা সিনহার সঙ্গে।

Advertisment

রূপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে রয়েছে অন্ধকারের ঘনঘটা। গ্ল্যাম দুনিয়ার স্টারদের হাই প্রোফাইল লাইফ স্টাইলের পিছনে লুকিয়ে থাকে অনেক অজানা কাহিনি। যা সামনে এলে শিউরে ওঠে সাধারণ মানুষ। বলি দুনিয়ার সুপারস্টার বা কিংবদন্তী তারকারাও কিন্তু, রয়েছেন সেই তালিকায়। কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়েও অসৎ পথ বেছে নিয়েছেন এমন অনেক সেলেবের পর্দা ফাঁস হয়েছে। ছয়ের দশকের লেডি সুপারস্টার মালা সিনহাও রয়েছেন সেই তালিকায়। দীর্ঘ ৪০ বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন। তিন দশকের বেশি সময়ে একের পর এক হিট ছবির নায়িকা হয়ে আপামর হিন্দি ছবির দর্শকের মনোরঞ্জন করেছেন। আজও তাঁর নাম লোকমুখে ফেরে। কিন্তু, রাতারাতি খ্যাতি অর্জন বা উল্কাগতির উত্থানের পরেও মুখ থুবড়ে পড়েছেন মালা সিনহা। একটা ভুলেই সব শেষ।

ঘটনাটা ১৯৭৮ সালের। সেই সময় কেরিয়ারের মধ্যগগনে মালা সিনহা। কিন্তু, বাড়িতে আচমকাই আয়কর দফতরের হানা। তল্লাশি চালিয়ে বাথরুম থেকে উদ্ধার হয়েছিল ১২ লাখ টাকা। এই ঘটনা মুহূর্তে বদলে দিয়েছিল মালা সিনহার জীবনকে। সব সুখ শান্তি উবে যায় জীবন থেকে। রিপোর্ট মোতাবেক, আয়কর দফতর মালা সিনহার বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা উদ্ধার করতেই সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মালা সিনহাকে নিয়ে ছিছিক্কার করে সকলে। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সূত্রের খবর, আদালতে দাড়িয়ে মালা সিনহা বলেছিলেন, তিনি এই টাকা দেহ ব্যবসা করে অর্জন করেছিলেন।

আরও পড়ুন: আচমকা গায়েব অভিনেতা! ক্যানসারের মতো মারণরোগ নিয়ে লুকোচুরি, সাফাই শুনলে তাজ্জব বনে যাবেন

Advertisment

তাঁর এই বিবৃতি কেরিয়ারকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ক্ষুণ্ণ হয় তাঁর ভাবমূর্তিও। রূপোলি পর্দায় রুপে-গুণে যিনি সকলকে মুগ্ধ করতেন সেই মালা সিনহার জীবনের এই কঠিন সত্য সামনে এলে পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল ভক্তদের। উল্লেখ্য, মালা সিনহা ছিলেন সেই সময় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের মধ্যে একজন। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, মনোজ কুমার, ধর্মেন্দ্রর মতো ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে ছিলেন মালা সিনহা। কেরিয়ারে হিট ছবির লিস্টটা বেশ লম্বা।

মালা সিনহা ছিলেন নেপালবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী। তাঁর বাবার ইচ্ছে ছিল মেয়ের বিয়ে দেবেন গির্জায়। বাবার ইচ্ছা পূরণ করতেই মুম্বইয়ের একটি গির্জায় চিদাম্বরমের সঙ্গে বিয়ে করেন মালা সিনহা। তার আগে চিদাম্বরমের সঙ্গে কোর্ট ম্যারেজও করেছিলেন৷ দুবার বিয়ের পরও হিন্দু রীতি মেনে আরও একবার সাত পাক ঘোরেন মালা সিনহা-চিদম্বরম।

আরও পড়ুন: 'আজও ঋতুস্রাব নিয়ে কথা বলতে...', সমাজের এই ট্যাবু নিয়ে সোজাসাপটা সামান্থা

mala sinha bollywood actress Bollywood News bollywood movie