vinod khanna Kept Cancer A Secret: ২০১৭ সালের ২৭ এপ্রিল। মাত্র ৭০ বছর বয়সেই সব শেষ। তাঁর অকাল মৃত্যুতে তোলপাড় হয়ে গিয়েছিল বিনোদন জগৎ। তিনি নান আদার দ্যান বিশিষ্ট অভিনেতা বিনোদ খান্না। ২০১৭ সালে মৃত্যুর বছরের গোড়াতে অভিনেতা-রাজনীতিবিদ তাঁর নির্বাচনী এলাকা গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতা সেরেছিলেন প্রয়াত অভিনেতা (Vinod Khanna)। তাঁকে বেশ সুস্থ ও স্বাভাবিকই দেখাচ্ছিল। কিন্তু, নিজের নির্বাচনী এলাকায় দীর্ঘদিন তাঁর দেখা পাওয়া যায়নি। সেই কারণ জানতে চাইলে সত্যটা বলে দেন বিনোদ। কোনওরকম রাখঢাক না রেখেই জানিয়েছিলেন, তিনি ক্যানসার আক্রান্ত। সেই জন্য নিজের নির্বাচনী এলাকায় যাতায়াত অনেকদিন বন্ধ রেখেছিলেন।
আরও পড়ুন: 'আজও ঋতুস্রাব নিয়ে কথা বলতে...', সমাজের এই ট্যাবু নিয়ে সোজাসাপটা সামান্থা
ক্যানসারের মতো মারণরোগকে কেন সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন? এই প্রশ্নের উত্তরে প্রয়াত অভিনেতা বলেছিলেন, একজন রাজনীতিবিদ হিসেবে ক্যানসারের কথা প্রকাশ্যে আনতে চাননি। আরও জানিয়েছিলেন, ছ'বছর আগে ক্যানসারের কথা জানতে পেরেছিলেন। সেই সময় মেয়ের পরীক্ষা চলছিল। তখন মা-বাবার সাপোর্টটা খুব প্রয়োজন ছিল।
আরও পড়ুন: মারাকাটারি অ্যাকশন দৃশ্যে দর্শকের দিল জিততে তৈরি 'শিবানি', শুরু হল 'মর্দানি ৩'-এর শুটিং
অনেক কারণেই ক্যানসারের কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন বিনোদ খান্না। তবে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে সুস্থ হলেও শেষ রক্ষা হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকরা বলেছিলেন, তিনি প্রায় ৮০ শতাংশ সুস্থ হয়ে গিয়েছেন। শেষ একবছরে ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠতে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতেন প্রয়াত অভিনেতা। জার্মানি গিয়েও চিকিৎসা করেছেন বিনোদ খান্না। কিন্তু, শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন: 'পুরো শরীর কাঁপছিল-বমি করে ফেলেছিলাম', ধর্ষণ দৃশ্যে অভিনয়ের পর মারাত্মক পরিণতি দিয়ার
প্রসঙ্গত, খুব একটা কেমোথেরাপির যন্ত্রণা সহ্য করতে হয়নি। তবে অস্ত্রোপচার করতে হয়েছিল। সেই জন্যই পাঠানকোট হামলার সময় নির্বাচনী এলাকায় থাকতে পারেননি প্রয়াত অভিনেতা। অবশেষে ক্যানসারই কেড়ে নিয়েছিল বিনোদ খান্নার প্রাণ। ২০১৭ সালের ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকলকে কাঁদিয়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন। অসুস্থতার কারণে যে হাসপাতালে প্রায় এক মাসের বেশি ভর্তি ছিলেন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হাসপাতালের তরফেও বিবৃতিতে জানানো হয়েছিল bladder carcinoma-এর কারণেই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গৌরী খানের রেস্তোরাঁয় অতিথিদের পাতে নকল পনির! ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল কর্তৃপক্ষ