বিয়ে করছেন অর্জুন-মালাইকা! নায়িকার ইতিবাচক পোস্টে শোরগোল বলিউডে : malaika arjun getting married actress social media post | Indian Express Bangla

বিয়ে করছেন অর্জুন-মালাইকা! নায়িকার ইতিবাচক পোস্টে শোরগোল বলিউডে

কবে গাঁটছড়া বাঁধছেন দুজনে?

arjun malaika married
অর্জুন-মালাইকার বিয়ে?

আবারও বিয়ের সানাই বাজলো বলে! বলিউডে এক হতে চলেছেন আরও দুই তারকা প্রেমিকযুগল। দীর্ঘদিন প্রেমের পর কি এবার এক হতে চলেছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ার পোস্ট কিন্তু এই কথাই জানান দিচ্ছে।

ভালবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন অনেকদিন আগে। এবার কি তবে সিলমোহর পড়তে চলেছে মালাইকা অর্জুনের জীবনে? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করেছেন সেই কথা। লজ্জামাখা মুখে এক ছবি শেয়ার করে তিনি লিখলেন, “আমি হ্যাঁ বলে দিলাম”! যদিও একথা অনুরাগীদের বুঝতে দেরি নেই যে তিনি অর্জুনকে সম্মতি দিয়েছেন। যদিও অভিনেতার তরফে এরকম কিছুই শোনা যায়নি।

মালাইকার পোস্ট ঘিরে ঘোর জল্পনা। সেই পোস্টে অর্জুনের কোনও বক্তব্য এখনও চোখে পড়েনি। ভিন্ন মতামত নজরে আসল। কেউ বললেন, “বিয়ে করছেন নাকি নতুন কোনও ছবির প্রমোশন”? আবার কেউ বললেন, “ছবিতে অফার পেয়েছেন বলে খুশি”? তবে, বলি তারকাদের অধিকাংশই নিজেদের শুভেচ্ছা জানিয়েছেন মালাইকাকে।

আরও পড়ুন [ খুদে রাজকন্যেকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া, কাপুর বাংলোয় সাজো সাজো রব ]

অনুরাগীদের চোখ এড়ায়নি আরেকটি বিষয়। আঙুলে আংটি নেই অভিনেত্রীর। বিয়ের প্রপোজাল এলে তো বাম হাতের অনামিকায় আংটি থাকার কথা, সেসবের চিহ্নমাত্র নেই। তবে, এতবছরের সম্পর্কের পর বিয়ে করাও ভীষণ স্বাভাবিক। একের পর এক বলিউড তারকারা কাছের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাঁদের বিয়ে কবে হচ্ছে এই নিয়ে কৌতুহলও কম নেই।

প্রসঙ্গত, গতকালই ছেলের জন্মদিন পালন করলেন মালাইকা। ছেলে আরহাম ২০ বছরে পা দিল। সেইসব দিনের কথা মনে করতেই আবেগঘন মাল্লা। এবার শুধুই সত্যি সামনে আশার অপেক্ষা। কবে বিয়ে করছেন লাভবার্ডরা, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Malaika arjun getting married actress social media post

Next Story
খুদে রাজকন্যেকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া, কাপুর বাংলোয় সাজো সাজো রব