Advertisment
Presenting Partner
Desktop GIF

Malaika Arora : হাত ধরে আগলে রাখছেন বান্ধবীকে! 'মিস্ট্রি ম্যান'-র সঙ্গে গদগদ মালাইকা, দেখুন ভাইরাল ভিডিও

Malaika Arora With Mystrey Man : ফের সেই মিস্ট্রি ম্যানের সঙ্গে মুম্বইয়ে ক্যামেরাবন্দি মালাইকা। সেলেব পাপারাৎজ্জিদের দেখেই মুখ ঢাকার চেষ্টা মালাইকার বন্ধুর। স্পেনেও মালাইকার সঙ্গে দেখা গিয়েছিল এই ব্যক্তিকেই। এবার প্যাপেদের ক্যামেরায় ধরা পড়ল মুখের স্পষ্ট ছবি।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
Malaika Arora Malaika Arora Latest Pic | Malaika Arora Images | Malaika Arora Instagram

'মিস্ট্রি ম্যান'-র সঙ্গে খুশিতে গদগদ মালাইকা

Malaika Arora Mystry Man: রুপোলি দুনিয়ার তারকাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই থাকে। এই মুহূর্তে সিনেমা বা আইটেম ডান্সে 'মিসিং' মালাইকা অরোরা। কিন্তু, ব্যক্তিগত জীবনের জন্য বারবার লাইমলাইট ছিনিয়ে নিচ্ছেন বলিউডের মুন্নি। আরবাজের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে ইতি থেকে অর্জুনের সঙ্গে প্রেম-ব্রেক আপ সবটা নিয়েই চর্চায় ছিলেন মালাইকা। সম্পর্ক ভাঙার পর রহস্যময় এক ব্যক্তির সঙ্গে লেন্সবন্দি হয়েছেন বলিউডের এই গ্ল্যাম ডিভা। সম্প্রতি মায়ানগরী মুম্বইয়ে প্যাপেদের লেন্সে মিস্ট্রি ম্যানের মুখ একেবারে স্পষ্ট। কিন্তু, কে এই ব্যক্তি সেই বিষয়ে এখনও কিছু খোলসা করেননি মালাইকা। 

Advertisment

অর্জুনের পর এই রহস্যময় ব্যক্তির সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন গসিপ। আর সেই চর্চাকে আরও একটু উসকে দিল যখন ওই ব্যক্তি মালাইকার হাত ধরেছিলেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিও। অর্জুনকে ভুলে তাহলে মালাইকার জীবনে সত্যিই প্রেমের বসন্ত? রহস্য জিইয়ে রেখে ইনস্টা স্টোরিতে মালাইকা লেখেন, 'সুপ্রভাত! মুখে হাসি নিয়ে দিনটা শুরু হোক। জীবনে শান্তি থাকুক। হৃদয়ে ভালোবাসা আর আত্মার সঙ্গে জড়িয়ে থাকুক সুখ।' 

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। সেখান থেকে নানান ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কখনও বিকিনি লুকে তো কখনও আবার প্রাকৃতিক সৌন্দর্যকে লেন্সবন্দি করেছিলেন অভিনেত্রী। সেই সময়ও মালাইকার সঙ্গে দেখা গিয়েছিল এই রহস্যময় ব্যক্তিকে। চার মাসের সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল যুগলের ছবি। যা মালাইকার নতুন প্রেমচর্চাকে খানিক তোল্লাই দিল বই কী। 

প্রসঙ্গত, মালাইকার সঙ্গে সম্পর্ক শেষের খবরে সিলমোহর দেওয়ার কদিন পরেই অর্জুন একাকীত্ব এবং সম্পর্কের কথা বলেছিলেন। তাঁর মন্তব্যের পরই, মালাইকা অরোরা একটি  পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে "নভেম্বর চ্যালেঞ্জ" হাইলাইট করে তিনি লিখেছেন, "অ্যালকোহল না, 8 ঘন্টা ঘুম, একজন পরামর্শদাতার দরকার, প্রতিদিন ব্যায়াম, প্রতিদিন ১০ হাজার পদক্ষেপ হাঁটা, প্রতিদিন সকাল ১০ টা পর্যন্ত উপবাস, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, রাত ৮ টার পরে খাবার নয় এবং বিষাক্ত-টক্সিক লোকদের সরিয়ে দিন।"

আরও পড়ুন: 'বুচার নাইফ' হাতে রক্তাক্ত অভিনেতা, ছবি দেখে চোখ কপালে নেটনাগরিকদের

Bollywood Couple Malaika Arora bollywood movie arjun kapoor Bollywood News bollywood actress
Advertisment