Advertisment

"ইটস মালঙ্গ টাইম", অনালইন স্ট্রিমিংয়ে এই ছবি

"জান লেনা মেরি আদত হ্যায়" অনিল কাপুরের এই সংলাপে মাত সিনেমাপ্রেমীদের জন্য এবার অনলাইনে মোহিত সুরি পরিচালিত মালঙ্গ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

"জান লেনা মেরি আদত হ্যায়" অনিল কাপুরের এই সংলাপে মাত সিনেমাপ্রেমীদের জন্য এবার অনলাইনে মোহিত সুরি পরিচালিত মালঙ্গ। রোমান্টিক অ্যাকশন থ্রিলার এই ছবিতে মুখ্য ভূমিকা রয়েছেন অনিল কাপুর, কুণাল খেমু, আদিত্য রায় কাপুর এবং দিশা পাটানি। পুলিশের গুলিতে মৃত প্রেমিকাকে চিরদিনের মতো হারিয়ে এক যুবকের খুনের নেশায় মত্ত হওয়ার গল্প বলে এই ছবি৷

Advertisment

লকডাউন দেশে গৃহবন্দী চলচ্চিত্রপ্রেমীদের জন্য নেটফ্লিক্সেও স্ট্রিমিং হবে ছবিটি। এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে রয়েছন অনিল কাপুর। ছবিতে ব্যবহৃত নিজের জনপ্রিয় সংলাপটিকে খানিক বদলে অভিনেতা লিখেছেন, "ওয়াচ করনা মেরি আদত হ্যায়। মালঙ্গ আসছে নেটফ্লিক্সে"। এই ছবিতে অভিনয় করা দিশা পাটানিও একইসুরে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে জানিয়েছেন, "ইটস মালঙ্গ টাইম"।

publive-image ফোটো- অনিল কাপুরের ইনস্টাগ্রাম স্টোরি

অনিল কাপুরের 'জান লেনা মেরি আদত হ্যায়' এর সুরে সোশাল মিডিয়া ইনস্টাগ্রামেও এই খবরটি শেয়ার করেন অভিনেত্রী৷ অনিলের সেই ডায়লগকে ঘুরিয়ে ছবির একটি পোস্টার শেয়ার করে দিশা লেখেন, " ওয়াচ করনা মেরা মজা হ্যায়, ইটস মালঙ্গ টাইম"। ছবির এই অনলাইন রিলিজের খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক মোহিত সুরিও। আদিত্য রায় কাপুর, কুণাল খেমুরাও তাদের অনুরাগীদের জানিয়েছেন ছবির নেটফ্লিক্স রিলিজের খবর।

আরও পড়ুন, ”গুজবে কান দেবেন না”! পরিবারকে নিয়ে ভুয়ো খবরে বিরক্ত কোয়েল

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় রিলিজ হয় মালঙ্গ। ভাল মন্দ মিশিয়ে ছবিটি সিনেমা মহলে সাড়াও ফেলেছিল৷ প্রায় ৫৮.৯৯ কোটি টাকার ব্যবসাও করেছিল ছবিটি৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শুভ্রা গুপ্তা এই ছবিটিকে সরগরম করা থ্রিলার হিসেবেই ব্যাখা করে। তিনি বলেন, "মোহিত সুরির যে সিনেমার জগত তা যথেষ্ট ডার্ক এবং মোড়ঘোরানো। এই ছবিটি তার সেরা কাজের মধ্যে থাকবে। প্রতিটি চরিত্র নিখুঁত এবং ইন্টেরেসটিং। মালঙ্গ এর গল্পের যে মোড় তা আপনাকে ভীষণভাবে ভাবিয়ে না তুললেও অপরাধীদের চিহ্নিত করতে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

anil kapoor bollywood movie Netflix
Advertisment