/indian-express-bangla/media/media_files/2025/10/01/devi-chandana-health-latest-news-2025-10-01-11-31-34.jpg)
কী হয়েছে তার?
মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ এবং জনপ্রিয় নৃত্যশিল্পী দেবী চন্দনা সম্প্রতি জীবনের এক কঠিন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সাধারণত, নিজের প্রাণবন্ত ভ্লগের মাধ্যমে তিনি দর্শকদের আনন্দ দেন, কিন্তু এবার নিজের গুরুতর অসুস্থতার অভিজ্ঞতা তুলে ধরলেন।
দেবী জানান, ওনাম উৎসবের সময়, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। ভ্লগে তিনি বলেন, "শুরুতে আমরা ভেবেছিলাম এটা শুধুই শ্বাসকষ্ট। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরেই হেপাটাইটিস এ ধরা পড়ে। লিভারের এনজাইম অনেক বেড়ে গিয়েছিল। আইসিইউতে ছিলাম, তবে এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছি।"
তার পাশে বসে স্বামী-গায়ক কিশোর ভার্মা বলেন, "গত মাসের ২৬ তারিখ রাতে ওকে ভর্তি করা হয়েছিল। তখন ও খুব খারাপ অবস্থায় ছিল। কথা বলত না, দাঁড়াতে পারত না। সামান্য খাবার খেলেই বমি করত। শরীর-চোখ দুটোই হলুদ হয়ে গিয়েছিল। বিলিরুবিন নেমে এসেছিল ১৮-এ, আর লিভারের এনজাইম বেড়ে ৬,০০০ ছাড়িয়ে গিয়েছিল।"
দেবী আরও জানান, এর আগে তিনি কোভিড-১৯ এবং এইচ১এন১-এ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু শেষবারের অভিজ্ঞতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তার কথায়, "কোভিডের সময় ভেবেছিলাম এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তারপর এইচ১এন১ হলো, তখন কোভিডকে হালকা মনে হয়েছিল। কিন্তু হেপাটাইটিস এ তিনটির মধ্যে সবচেয়ে কঠিন ছিল।"
Bollywood: রিয়েলিটি শো-এর সেটেই সাতপাকে বাঁধা, উৎসব আবহে বিয়ের পিঁড়িতে 'বালিকা বধু'
তিনি আরও যোগ করেন, "অনেকে বলেছিল আমি কোথা থেকে এই রোগ পেলাম। আমি তো একা কোথাও যাইনি। মুন্নার, মুম্বই বা শুটিং- সব জায়গায় লোকজন ছিল। তারপরও কেবল আমি অসুস্থ হলাম। হয়তো আমার তথাকথিত ‘সুপার ইমিউনিটি’র কারণেই এমন হলো।"
এই সময়ে অনেকেই তার শারীরিক অবস্থাকে কেবল ‘জন্ডিস’ বলে হালকাভাবে নিয়েছিলেন, যা দেখে বেশ আঘাত পেয়েছেন দেবী। চিকিৎসকরা তাকে দেড় মাস সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং দীর্ঘমেয়াদী সতর্কতা মেনে চলতে বলেছিলেন। বর্তমানে তিনি তেল, নুন ও নারকেল একেবারেই খান না। কঠোর ডায়েটে রয়েছেন তিনি। এবং ভ্রমণের সময় খাবার ও পানীয় নিয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছেন।
কমেডি স্কিটের মাধ্যমে, দর্শকদের মন জয় করা দেবী চন্দনা পরে টেলিভিশন ও সিনেমায় সমানভাবে জনপ্রিয় হন। তিনি পূর্নামিথিঙ্কাল এবং বসন্তমল্লিকা-র মতো জনপ্রিয় সোপ অপেরায় অভিনয় করেছেন।