Advertisment
Presenting Partner
Desktop GIF

ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'

২৭টি ছবির মধ্য়ে থেকে 'জাল্লিকাট্টু'কে বেছে নেন জুরিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হল মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেরা বিদেশি ছবির জন্য ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি হল এই ছবির। ২৭টি ছবির মধ্য়ে থেকে 'জাল্লিকাট্টু'কে বেছে নেন জুরিরা। আর যে ছবিগুলি অস্কারে যাওয়ার দৌড়ে ছিল সেগুলি হল দ্য ডিসাইপল, শকুন্তলা দেবী, শিকারা, গুঞ্জন সাক্সেনা, ছপাক, একে ভার্সাস একে, গুলাবো সিতাবো, ভোঁসলে, কামইয়াব, ছলাং, দ্য স্কাই ইজ পিঙ্ক, বুলবুল, সিরিয়াস মেনের মতো ছবি।

Advertisment

জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াল জানিয়েছেন, কেন বেছে নেওয়া হয়েছে 'জাল্লিকাট্টু' ছবিকে। তিনি বলেছেন, লিজো জোসে পেলিসারির ছবি মানুষ যে পশুরও অধম সেই দিকটা তুলে ধরেছে। মানুষের ব্যবহার যে পশুর থেকেও খারাপ সেটাই দেখানো হয়েছে সিনেমায়। ছবিতে দেখানো হয়, হারিয়ে যাওয়া একটি ষাঁড়কে খুঁজতে রাস্তায় নেমে পড়ে প্রায় গোটা গ্রাম। হাতে মশাল নিয়ে ওই ষাঁড়কে খুঁজতে বন, জঙ্গল পেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে মানুষ। রাহুল বলেছেন, "এমন ছবির প্রোডাকশনের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এমন আবেগ, যা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। লিজো অত্যন্ত গুণী পরিচালক। তাই আমরা 'জাল্লিকাট্টু'কে বেছে নিয়েছি।"

আরও পড়ুন এমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ‘বেস্ট ড্রামা সিরিজ’ হিসেবে পুরস্কৃত ‘দিল্লি ক্রাইম’

ছবিতে অভিনয় করেছেন অ্যান্টনি ভারগিস, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবুসামাদ এবং স্যান্টি বালাচন্দ্রণ। এস হরেশের গল্পের অবলম্বন করে তৈরি এই ছবি। দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে মালয়ালি ছবি। ২০১৯ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। ৫০তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লিজো জোসে পেলিসারি সেরা পরিচালকের পুরস্কার পান। গত জোয়া আখতারের ছবি 'গাল্লি বয়' অস্কারের জন্য ভারতের এন্ট্রি ছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Jallikattu Oscar
Advertisment