Advertisment
Presenting Partner
Desktop GIF

Mallika Sherawat : নিজেকে 'সিঙ্গল' ঘোষণা 'মার্ডার' গার্ল মল্লিকার! ব্রেক কে বাদ কোন ছবি দিয়ে বলিউডে কামব্যাক?

Mallika Sherawat Boyfriend : বলিউড থেকে অনেকদিন দূরে ছিলেন। লম্বা বিরতির পর গ্র্যান্ড কামব্যাক মল্লিকা শেরাওয়াতের। এক সাক্ষাৎকারে জানালেন, বর্তমানে তিনি সিঙ্গল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Mallika Sherawat, Mallika Sherawat Bollywood career, Mallika Sherawat in bollywood, মল্লিকা শেরাওয়াত, বিস্ফোরক মল্লিকা, bengali news today

লম্বা বিরতি কাটিয়ে কোন ছবি দিয়ে বলিউডে কামব্যাক?

Mallika Sherawat Single : মল্লিকা শেরাওয়াত, নামটা শুনলে আজও যে সিনেমার কথাটা মনে পড়ে সেটি হল মার্ডার। ইমরান হাসমির সঙ্গে মল্লিকার রোম্যান্টিক রসায়ন আজও ভোলেনি দর্শক। এরপর হিন্দি ভাষার পাশাপাশি অন্য ভাষার সিনেমাতেও কাজ করেছেন। লম্বা বিরতি কাটিয়ে এবার বলিউডে কামব্যাক করছেন মল্লিকা শেরাওয়াত। Vicky Vidya Ka Woh Wala Video-এর হাত ধরে হিন্দি ছবিতে ফিরছেন মার্ডার নায়িকা। এই ছবিতে মল্লিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সুপারস্টার রাজকুমার রাও এবং অ্যানিমল খ্যাত তৃপ্তি দিমরি। ফ্রান্স নিবাসী Cyrille Auxenfans-এর সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা শেরাওয়াত। কিন্তু, সেসব এখন অতীত। ET TIMES-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন মল্লিকা। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি কোনও কথা বলতেও চান না। 

Advertisment

সাক্ষাৎকারে মল্লিকা বলেন, 'আজকের দিনে বয়সের অনুপাতে সঠিক মানুষ খুঁজে পাওয়াটাই খুব মুশকিল। আমি সিঙ্গল, এটাই সত্যি। আমদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আমি সত্যিই এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাই না।' বিয়ের বিষয়ে কী মত মল্লিকার? এই প্রশ্নে মল্লিকার সাফ জবাব, 'আমি বিয়েতে খুব একটা বিশ্বাসী নই। আবার বিপক্ষেও নয়। বিয়ে এমন একটা জিনিস যেখানে দুটি মানুষের মনের মিল থাকা খুব প্রয়োজন। দুজনেরই দুজনকে বোঝা উচিত। ' 

মার্ডারে অভিনয়ের পর 'সেক্স সিম্বল' তকমা লেগেছিল মল্লিকার গায়ে। সেই প্রসঙ্গেও খোলামেলা কথা বললেন অভিনেত্রী। তাঁর মতে, 'আমার মনে হয় বোল্ডনেস মানুষের চিন্তাভাবনায় থাকে।' এই ইমেজের জন্য যদি কখনও তাঁকে চরিত্র থেকে বাদ দেওয়া হয়? মল্লিকার উত্তর, 'একটা কয়েনের দুটো দিক থাকে। যদি আপনি খুব নরম মনের মানুষ হন তাহলে কিছু জিনিস আপনার জন্য একেবারেই নয়। আবার যদি আপনি খুব সাহসী হন তাহলে কিছু জিনিস কাজ করবে না। তাই সঠিক জিনিসটা আপনাকেই বেছে নিতে হবে। আমি সেই জিনিসটাতেই ফোকাস করি যেটা আমার জন্য পারফেক্ট। যা আমাকে পরিচিতি তৈরি করতে সাহায্য করবে। এটাই তো আমাকে লাইমলাইটে রাখবে।'

২০০২- এ জিনা স্রিফ মেরে লিয়ে ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তবে ২০০৪-এ রোম্যান্টিক থ্রিলার মুভি মার্ডার রাতারাতি বদলে দিয়েছিল মল্লিকার জীবন। বলিউডি মুভি প্যায়ার কা সাইড এফেক্টস, শাদি সে পহেলে. ডরনা জরুরি হ্যায়, ওয়েলকাম-এর মতো বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এছাড়াও কয়েকটি ছবিতে অতিথি শিল্পী হিসেবেও দেখা গিয়েছে মল্লিকাকে। 

আরও পড়ুন:মিস্ট্রি ম্যানের সঙ্গে ইতিউতি লেন্সবন্দি, রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন মালাইকা

 

 

Bollywood Couple bollywood movie Mallika Sherawat Bollywood News bollywood actress
Advertisment