Malaika Arora Relationship Status: অর্জুন কাপুর আর মালাইকা অরোরা এখন বিনোদনের টাটকা গসিপ। মাখমাখ প্রেমের রোম্যান্টিক ছবি শেয়ার করে লাইমলাইটে থাকতেন প্রাক্তন তারকা জুটি। ব্রেক-আপের পরও তাঁদের নিয়ে চর্চা জারি। অর্জুন কাপুর মালাইকাকে ছেড়ে একাকীত্ব জীবনের কষ্টের কথা অকপটে বলছেন তখন অন্যদিকে মিস্ট্রি ম্যানের সঙ্গে সেলেব পাপারিৎজ্জিদের সঙ্গে লেন্সবন্দি হচ্ছেন বলিউডের মুন্নি। এর আগে স্পেনে মালাইকার ছুটি কাটানোর ছবিতেও দেখা গিয়েছিল এই ব্যক্তিকে। মুম্বইয়ে প্যাপেদের ক্যামেরায় যুগলের ছবি ধরা পড়লেও ব্যক্তিগতজীবন নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন চর্চিত কাপল। এওর মাঝেই ইনস্টা স্টোরিতে সম্পর্ক (রিলেশনশিপ স্ট্যাটাস) নিয়ে আপডেট দিয়েছেন মালাইকা অরোরা।
/indian-express-bangla/media/post_attachments/3375053c-4ef.jpg)
সম্প্রতি অর্জুন কাপুর আনুষ্ঠানিকভাবে নিজেকে 'সিঙ্গল' বলে ঘোষণা করেন। তারপর নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কী আপডেট দিলেন মালাইঅকা? মিস্ট্রি ম্যানের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন? না, এখানেই তো কাহানি মে ট্যুইস্ট।
একটি ছবি যেখানে লেখা, এই মুহূর্তে আমার স্টেটাস...এরপর তিনটি অপশন, সম্পর্কে রয়েছি-সিঙ্গল-হেহেহে। শেষ অপশনটাই বেছে নিয়েছেন মালাইকা। তাহলে সত্যিই বলিউডের মুন্নি এখনও অর্জুনের মতোই সিঙ্গল!
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে সম্পর্ক শেষের খবরে সিলমোহর দেওয়ার কদিন পরেই অর্জুন একাকীত্ব এবং সম্পর্কের কথা বলেছিলেন। সেই মন্তব্যের পরই, মালাইকা অরোরা একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে "নভেম্বর চ্যালেঞ্জ" হাইলাইট করে তিনি লিখেছেন, "অ্যালকোহল না, 8 ঘন্টা ঘুম, একজন পরামর্শদাতার দরকার, প্রতিদিন ব্যায়াম, প্রতিদিন ১০ হাজার পদক্ষেপ হাঁটা, প্রতিদিন সকাল ১০ টা পর্যন্ত উপবাস, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, রাত ৮ টার পরে খাবার নয় এবং বিষাক্ত-টক্সিক লোকদের সরিয়ে দিন।"
আরও পড়ুন :প্রেম-বিচ্ছেদ নিয়ে চর্চা! লেটেস্ট ছবিও 'ফ্লপ', অভিষেকের পাশে 'ঢাল' অমিতাভ