গুরুতর অসুস্থ বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। ৯২ বছর বয়সী কিংবদন্তী এই পরিচালক ভর্তি রয়েছেন এসএসকেএমে। বৃহস্পতিবার বর্ষীয়ান পরিচালকের শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদারের শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তরুণ মজুমদারের শারীরিক পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। এসএসকেএমে তাঁকে সর্বক্ষণ কড়া নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। সিসিইউ-তে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই পরিচালক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর চেতনা শক্তি ক্রমশই কমে যাচ্ছে। তরুণ মজুমদারের শরীরে ক্রিয়েটিনের মাত্রাও বেশি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- বিদেশে বড় বিপদে অনু কাপুর! আতঙ্কে মাথায় হাত অভিনেতার
এমনকী সেপ্টিসেমিয়ার বিষয়টিরও উল্লেখ করা হয়েছে। বয়স বেশি থাকার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, বহু বছর ধরেই কিডনির সমস্যা রয়েছে তরুণ মজুমদারের। তাঁর ডায়াবেটিসও রয়েছে। তবে নিয়মিত ওষুধ সেবনে সমস্যা বড় আকার নেয়নি। এবার তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা তীব্র হয় পরিচালকের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপাতত এসএসকেএম হাসপাতালেই ভর্তি রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতীম এই পরিচালক।