মোদীর পর প্রকাশ্যে দিদির বায়োপিকের ট্রেলার

২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে গিয়েছিল সেই ছবি। অবশেষে, ২০১৯-এর লোকসভা ভোটের আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে গিয়েছিল সেই ছবি। অবশেষে, ২০১৯-এর লোকসভা ভোটের আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের দড়ি টানাটানিতে আপাতত মুক্তি পাচ্ছে না তাঁর বায়োপিক। এমতবস্থায় বঙ্গ রাজনীতির আঙিনাতেও চর্চার বিষয় বায়োপিক। মুক্তি পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের ট্রেলার। যদিও পরিচালক ছবিটিকে বায়োপিক বলতে নারাজ। তাঁর কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নারী স্বাধীনতার কথা বলে, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের মধ্যে দিয়ে আমিও ছবিতে নারীদের সংগ্রামের কথাই তুলে ধরেছি''।

Advertisment

পরিচালক নেহাল দত্ত যতই বায়োপিক বলতে অস্বীকার করুন পিঙ্কি পালের লেখা ছবির চিত্রনাট্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের উপর যে আলোকপাত করা হয়েছে সেটার ট্রেলারেই পরিস্কার। এমনকী ইউটিউবে ট্রেলার পেজেও লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক 'বাঘিনী'। ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে গিয়েছিল সেই ছবি। অবশেষে, ২০১৯-এর লোকসভা ভোটের আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

Advertisment

আরও পড়ুন, বিয়ে করছেন জিতু কমল, পাত্রীর নাম নিয়ে জল্পনা টেলিপাড়ায়

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুমা পাল। প্রযোজনার দায়িত্ব অবশ্য নিয়েছেন পিঙ্কি পাল নিজে। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জীবনের নানা চর্চিত ঘটনার উল্লেখ রয়েছে ট্রেলারে। সিঙ্গুর আন্দোলন, মহাকরণ অভিযান থেকে বিবাহ বিতর্ক, ট্রেলারই উসকে দিয়েছে সে সব ঘটনা।

তবে নেহালের বক্তব্য, ''ছবিতে কোনও রাজনৈতিক দলের উল্লেখ করা হয়নি। কলকাতা ও শহরতলিতে হয়েছিল ছবির শুটিং''। একবার দোরগোড়ায় এসেও তা প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেনি, ট্রেলার বেরোনোর পর এখন অপেক্ষা 'বাঘিনী'-র রিলিজের।

Mamata Banerjee Bengali Cinema