Mamata Banerjee-Tollywood: মমতার 'রাত ৮টা' মন্তব্যে ক্ষুব্ধ টলিউড, ঋদ্ধি-ঋত্বিক-রুদ্রনীলের জোরাল কটাক্ষ

তারকারা এমনিতেও তাঁর নানা বক্তব্যের নিরিখে মন্তব্য রাখেন। বিশেষ করে ঋদ্ধি সেন থেকে রুদ্রনীল - অনেকেই এই নিয়ে খোলামেলা কথা বলেন। এমনকি ঋত্বিক চক্রবর্তী নিজেও এই নিয়ে বেশ প্রশ্ন রেখেছেন।

তারকারা এমনিতেও তাঁর নানা বক্তব্যের নিরিখে মন্তব্য রাখেন। বিশেষ করে ঋদ্ধি সেন থেকে রুদ্রনীল - অনেকেই এই নিয়ে খোলামেলা কথা বলেন। এমনকি ঋত্বিক চক্রবর্তী নিজেও এই নিয়ে বেশ প্রশ্ন রেখেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata

যা যা প্রশ্ন উঠল...

Mamata Banerjee-Tollywood "বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরনো উচিত নয়..." - এই একটা মন্তব্য, তারপরেই মুখ্যমন্ত্রীকে নিয়ে নানা বিতর্ক। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে মুখ খুলে বেজায় ফাঁসলেন তিনি। এমনকি, কেউ কেউ এই প্রশ্নও তুলেছেন, তাহলে কি উনিও রাত্রে বেরবেন না? এদিকে, গতকাল তিনি এমন-ও জানিয়েছেন তাঁর বক্তব্য নাকি ভুল দেখানো হয়েছে।

Advertisment

অর্থাৎ? তিনি সাফ জানান, "আমার কথা বিকৃত করে দেখানো হয়েছে। আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। তারপর সেটা বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এভাবে রাজনীতি করবেন না।" সত্যিই কি তবে, মুখ্যমন্ত্রীর কথা বিকৃত করা হয়েছে। এবং, এই প্রসঙ্গে টলি পাড়ার তারকারা নানা মন্তব্য করছেন। মেয়েদের নানা চক্রব্যূহে আটকে দেওয়া কেন হচ্ছে.. এই নিয়েই আওয়াজ তুলেছেন অনেকে। 

Kishore Kumar Top 5 Films: গায়ক নয়, অভিনেতা কিশোরের এই ৫টা ছবি দেখলে চমকে উঠবে এই প্রজন্ম-ও..

Advertisment

তারকারা এমনিতেও তাঁর নানা বক্তব্যের নিরিখে মন্তব্য রাখেন। বিশেষ করে ঋদ্ধি সেন থেকে রুদ্রনীল - অনেকেই এই নিয়ে খোলামেলা কথা বলেন। এমনকি ঋত্বিক চক্রবর্তী নিজেও এই নিয়ে বেশ প্রশ্ন রেখেছেন। কী বলছেন তাঁরা? 

অভিনেতা ঋদ্ধি সেন, সরকার পক্ষের কোনও অনুষ্ঠানেই নিজেকে রাখেন না। তাই তো সোজা সাপ্টা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। ঋদ্ধি লিখছেন, "তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দোপাধ্যায়ের করা নিয়ম মতে রাত ৮টার পর মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনো নিষেধ করা হোক।" এদিকে ঋত্বিক চক্রবর্তী? তাঁর কী বক্তব্য? অভিনেতা সহজ সোজা ভাষায় ছেলেরা রাত দুপুরে কোন পোশাকে বেরতে পারবেন, এই নিয়েও প্রশ্ন করেছেন। তাঁর কথায়, "আচ্ছা ছেলেরা দুপুরে ধুতি পরে বাইরে যেতে পারবে তো?" 

Kishore Kumar: 'ওকে পাগল বললেই...', অদ্ভুত চোখ মুখ করতেন কিশোর! ভয়ের চোটে যা অবস্থা হয়েছিল তাঁর স্ত্রীর

অন্যদিকে, যার নাম না বললেই নয়, তিনি রুদ্রনীল। তিনি এমনিও কেন্দ্রীয় সরকারের চেনা মুখ। তাই তো তাঁকে নানা সময় মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করতে দেখা যায়। তিনি বলছেন, "আরজিকর কসবা পাঁশকুড়া দুর্গাপুর, কাল আপনার বাড়ি....দুঃসময় নেই বেশি দূর। চলুন..জেগে ঘুমোই। যে পোস্টটি তিনি শেয়ার করেছেন, সেখানে লেখা মেয়েটি রাত ৮টায় খাবার খেতে গিয়েছিল। বারবার মিথ্যেয়, ব্যর্থতা ঢাকা যায় না।" সব মিলিয়ে তাঁর বক্তব্য ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, একথা বলাই যায়।  

Entertainment News Today CM Mamata banerjee Rudranil Ghosh riddhi sen