Advertisment

Mamata Banerjee On Saif: 'শর্মিলাদি, করিনা কাপুর ও পরিবারের জন্য সমব্যথী', সইফকে ছুরিকাঘাতের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Saif Ali Khan News: নিজের বাড়িতেই ছুরিবিদ্ধ সইফ। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mm

সইফকে ছুরিকাঘাতের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Reaction On Saif Ali Khan Case: বৃহস্পতিবার ভোররাতে নমিজের বাড়িতেই হামলার শিকার ছোটে নবাব সইফ আলি খান। হামলাকারী ১২ তলায় সইফিনার ফ্ল্যাটে ঢুকে অভিনেতাকে ছুরিবিদ্ধ করে। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর এখন বিপন্মুক্ত সইফ। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছ।

Advertisment

শিরদাঁড়া থেকে যে ফ্লুইড বেরচ্ছিল সেটাও বন্ধ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতালে সইফকে দেখতে গিয়েছেন 'বন্ধু' শাহরুখ। সোশাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মীরাও। সইফের ছুরিবিদ্ধ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'সইফ আলি খানের মতো একজন অভিনেতার উপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা কামনা করছি। আইনের উপর ভরসা রাখছি। যাঁরা এই ঘটনায় অভিযুক্ত তাঁরা শীঘ্রই শাস্তি পাবে। কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর সহ পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি সইফের জন্য প্রার্থনা করব।'

Advertisment

বিনোদন জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক মমতার। টলিউড পেরিয়ে বলিউডের সঙ্গেও ভাল সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সইফের বিপদে পতৌদি পরিবারের কঠিন সময়ে পাশে রয়েছেন মমতা। আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর কেমন অছেন ছোটে নবাব? অভিনেতার টিমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সইফ আলি খান এখন ভাল আছেন। তিনি বিপন্মুক্ত।

আরও পড়ুন:  অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সইফ, স্বামীকে ছেড়ে কী করছেন 'নবাব বেগম' করিনা? ভাইরাল ভিডিও

বিবৃতিতে বলা হয়েছে, 'সইফ আলি খানের অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা সবসময় তাঁর সঙ্গে রয়েছেন। পরিবারের প্রত্যেকে ঠিক আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা চিকিৎসক নীরজ উত্তামানীর কাছে কৃতজ্ঞ। ডাঃ নীতিন ডাঙ্গে,  ডাঃ লীনা জেইন ও লীলাবতী হাসপাতালের সকল কর্মীকে ধন্যবাদ। প্রতিটি ভক্ত, শুভাকাঙ্খী যাঁরা প্রতি মুহূর্তে সইফের জন্য প্রার্থনা করেছে সকলকে ধন্যবাদ।' 

 

saif ali khan Chief Minister Mamata CM Mamata banerjee
Advertisment