২০১২ সাল থেকে শুরু হয় মহানায়ক সম্মান। দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেবার বেজায় আলোচনায় এসেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই সেই পুরস্কার দেওয়া শুরু করেন। আর এবার, অর্থাৎ আজ, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে আজ আবারও মহানায়ক সম্মান দেওয়া হয়েছে বেশ কিছু শিল্পীদের। তবে, নজর কেড়েছে আরেকটি বিষয়। সেটি কী?
মঞ্চে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি নিয়ে কিছু বলবেন, আর তাঁর সঙ্গে একটু হাসি মজা হবে না? এ নিশ্চই হয় না। এবারও তাই হল। মাননীয়া মুখ্যমন্ত্রী সিরিয়ালের পোকা। তিনি সিরিয়াল দেখতে ভালবাসেন শুধু না, বরং কোন সিরিয়ালে কে কী চরিত্র করছে এই প্রসঙ্গেও তিনি জানেন। বেশ কিছু সিরিয়ালের টাইটেল ট্র্যাক প্রসঙ্গেও তিনি জানেন। কারণ, সেগুলি তিনি নিজেই লিখেছেন কিংবা সুর করেছেন। কিন্তু, আজকে মঞ্চে একজনের নাম নিয়েই একটি দ্বিধায় ছিলেন মুখ্যমন্ত্রী? তাঁর নাম জানেন না নাকি উচ্চারন করতে অসুবিধে হচ্ছিল তাঁর?
Pori Moni: হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় জর্জরিত, সত্যি ভাল নেই পর…
প্রসঙ্গে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বর্তমানে শাসকদলের নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অপারেশন হয়েছিল তাঁর। কিন্তু, তারপরেও সেদিন ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল। আর আজ মহানায়ক সম্মাননার মঞ্চেও তাঁকে দেখা গেল। সেই প্রসঙ্গেই উঠল কথা। তাঁর নাম কিছুতেই মনে পড়ছিল না সকলের প্রিয় দিদির। মিঠাই চরিত্রে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর নাম তবে সত্যিই জানতেন না তিনি? একে একে সকলকে জিজ্ঞেস করলেন তাঁর নাম। এবং তাঁর নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল..
"বাপরে! কতবড় নাম রেখেছে। ছোটবেলায় লিখতে নিশ্চই কষ্ট হত? এখনও হয়? আমাদের বলতেও কষ্ট হয়। কিন্তু নামটা খুব সুন্দর। নামটা ভাল।" দিদির কথা শুনে অভিনেত্রী হাসবেন না কাঁদবেন, বুঝে উঠতে পারলেন না। কিছুদিন আগে পর্যন্তও তিনি অসুস্থ ছিলেন। কিন্তু বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। যদিও বা ১০ই জুন হিসেবেই তাঁর কাজ শেষবার প্রকাশ্যে এসেছিল। তবে, আগামীতে কালরাত্রি ২ তে তাঁকে আবারও দেখা যেতে চলেছে। এই সিরিজ আগেও নানা আলোচনায় উঠেছিল।