Mamata On Padma Shri: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই দারুণ খবর। প্রকাশিত হয়েছে ২০২৫ সালের তালিকা। পদ্মশ্রী পাচ্ছেন ৯ বঙ্গ সন্তান। তাঁদের মধ্যে রযেছে তিনটি নাম, যাঁরা বাঙালির আবেগ। সেই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শংকর ও সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার।
পদ্ম-সম্মান সম্মানিত হওয়ার খবরে খুশি প্রতিটি বাঙালি। কলকাতার ঐতিহ্যবাহী শংকর পরিবারে তো এখন যেন উৎসবের আমেজ। শনিবার সন্ধ্যায় এহেন খবরে পরিবারে যেন নিয়ে এসেছে বসন্তের হাওয়া। নৃত্যশিল্পীর পাশাপাশি মমতা শংকর একজন প্রথিতযশা অভিনেত্রীও। এই খবরে আপ্লুত তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে মমতা শংকর বলেছেন, 'এই সম্মান পাব এটা কখনও আশা করিনি। আমার কোনও ভাষা নেই। আমি কখনও এই সম্মান পাব সেই স্বপ্ন দেখারও দুঃসাহস করিনি। তবে আমি ভীষণ খুশি। সাই বাবাকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার মা-বাবা, কেন্দ্রীয় সরকার সকলের প্রতি আমার কৃতজ্ঞ। আমি শুধু আমার কাজ করে গিয়েছি। পুরস্কারের আশা করিনি। এটা আমার আশাতীত।'
কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শংকর ও অমলা শংকেরর মেয়ে মমতা শংকর। স্বনামধন্য পরিচালক মৃণাল সেন থেকে সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের সঙ্গে কাজ করেছেন। ১৯৭৬-এ মৃণাল সেনের মৃগয়া দিয়েই অভিনয়ে হাতেখড়ি। সেই বছর সেরা ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিল মমতার মৃগয়া।
৭০ বছর বয়সী নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শংকর জানান তাঁর পরিবার খুব খুশি। সেই প্রসঙ্গে মমতার সংযোজন, 'যাঁরা আমার দেখেছেন ভালবেসেছেন, আমাকে চেনেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। যাঁরা আমাকে চেনেন না আমার কাজ কখনও দেখেননি তাঁদেরকে বলবতে চাই আমার কাজ দেখুন। কারন আমি নিজেকে আরও পরিণত করতে চাই। উন্নতি করতে চাই।'
আবেগতাড়িত হয়ে বলেন, '৭ জানুয়ারি আমার জন্মদিন ছিল। এটা এই বছরের সেরা উপহার। আমি জানি না কী ভাবে আমি আমার এই খুশি ব্যক্ত করব।' বাবার ঘরানাকে এগিয়ে নিয়ে যেতে চান মমতা শংকর। তিনি বলেন, 'আমি কখনও এটা ভেবে কাজ করিনি যে কোনও সংস্থা আমাকে পুরস্কৃত করবে। যেটা পেলাম সেটা ভগবানের দেওয়া উপহার।'