Mamta Kulkarni: ন' দিন উপোস করেই মদ্যপান, মাত্র দু পেগেই কী অবস্থা হয়েছিল নব্য সন্ন্যাসিনী মমতা কুলকার্নির?

Mamta Kulkarni: মমতা দাবি করেন গত ২৩ বছর ধরে তিনি নাকি ঈশ্বর সাধনা করে আসছেন। অভিনেত্রী এমনও দাবী করেছেন, গত ২৩ বছরে তিনি কোন রকম অ্যাডাল্ট ফিল্ম দেখেননি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mamta kulkarni-bollywood

mamta kulkarni-bollywood: কী ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন তিনি? নিজেই বললেন... Photograph: (Instagram)

Mamta Kulkarni-Bollywood: মমতা কুলকার্নি, যিনি প্রয়াগ রাজে গিয়ে সন্ন্যাস নেওয়ার পর থেকে আলোচনায় আছেন, বর্তমানে তাঁর সাধনা এবং নানা বিষয়ে মুখ খুলেছেন। তিনি যে বহুবছর ধরে ঈশ্বর প্রেমে মগ্ন, সেকথাও স্বীকার করেছেন নিজে থেকেই।

Advertisment

বলিউডের একসময় জনপ্রিয় অভিনেত্রী মমতা, প্রয়াগরাজে নিজেই নিজের পিন্ডদান করেছেন, এবং তারপরে কিন্নর আখড়ার তরফে তাঁকে মহামন্ডলেশ্বর উপাধি দেওয়া হয়। যদিও সেই পদ বেশি দিন তার স্থায়ী হয়নি। এক সপ্তাহের মধ্যে তাকে কিন্নর আখড়ার পদ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি একটি শোয়ে এসে নিজের নানান সাধনা এবং ঈশ্বর ভক্তির কথা তিনি স্বীকার করেছেন।

কিন্নর আখড়া তরফে বলা হয়েছিল, যার ধর্ম এবং সাধক জ্ঞান নিয়ে কোনরকম চর্চা নেই, তাকে কোনরকম উপাধি দেওয়া সম্ভব নয়। যদিও, মমতা দাবি করেন গত ২৩ বছর ধরে তিনি নাকি ঈশ্বর সাধনা করে আসছেন। অভিনেত্রী এমনও দাবী করেছেন, গত ২৩ বছরে তিনি কোন রকম অ্যাডাল্ট ফিল্ম দেখেননি। একটা সময় তো ঈশ্বরের জন্য নাকি পাগল হয়ে গিয়েছিলেন তিনি! এমনকি যখন বলিউডে কাজ করতেন, তখন ও নাকি ব্যাগে করে এমন সব জিনিসপত্র নিয়ে ঘুরতে যে তার কাছের মানুষরা এবং সহকর্মীর অবাক হয়ে যেতেন। কেউ কেউ ভয় পেয়ে যেতেন।

অভিনেত্রী বলেন, "আমি যখন বলিউডে কাজ করতাম তখন খুব কড়া নিয়ম পালন করতাম। যখন শুটিংয়ে যেতাম তখন তিনটে ব্যাগ থাকতো আমার সঙ্গে। একটা পোশাক থাকতো, একটা পোর্টেবল একটা মন্দির থাকত। যেখানে আমি কাজ করতাম সেখানে কোন ঘর থাকলে মন্দিরটা রাখতাম। বেরোনোর আগে মন্দিরের পূজো করতাম। পুজো না করে কোথাও যেতাম না।" এখানেই শেষ নয়। একবার তো এমন এক গুরু তার জীবনে এসেছিলেন, যে তার কথামতো নয় দিন উপস করে, তার পরবর্তীতে দু পেগ মদ খেয়ে ফেলেছিলেন। মমতার কথায়...

Advertisment

আরও পড়ুন  -  Shah Rukh Khan - Aamir Khan: গাড়ি থেকে নেমেই আমিরকে জড়িয়ে ধরলেন শাহরুখ, খেলেন চুমুও, দুই খানের বন্ধুত্ব দেখল গোটা দুনিয়া...

"নবরাত্রিতে আমি সকাল দুপুর সন্ধ্যা, তিন বেলা ৩৬ কিলোগ্রাম চন্দন কাঠ দিয়ে হোমযজ্ঞ করতাম। সারাদিন শুধু জল খেয়ে থাকতাম। এসব দেখে একবার নাকি তার স্টাইলিস্ট চমকে উঠেছিলেন। তাকে এ সাবধান করেছিলেন, তুমি খুব বাড়াবাড়ি করছ। ন দিন এভাবে থাকা কিন্তু নিতান্তই সহজ নয়।" কিন্তু মমতা টানা ন'দিন উপোস চালিয়ে যান এবং ঠিক তার পরেই তাজ হোটেলে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে মাত্র দু পেগ মদ পান করতেই ভয়ংকর শোচনীয় অবস্থার মধ্যে পড়ে যান তিনি। তার অবস্থা এতই কাহিল হয়ে যায়, যে মনে হচ্ছিল মদ মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে। অভিনেত্রী বলেন...

"মাত্র দু পেগ মদ খেয়েই শৌচালায় দৌড়াতে হয়েছিল। মনে হচ্ছিল মদ আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। টানা ৯ দিন উপোস করার পর যেই মদ খেলাম, তারপর ৪০ মিনিট টানা বাথরুমে বসে ছিলাম।" ঘটনা ঘটে ১৯৯৭ সালে।

bollywood bollywood actress Mamta Kulkarni