ঝাঁসির রাণীর ওপর তৈরি হয়েছে ছবি মনিকর্ণিকা। ফ্লোরে শুটিংয়ের সময় ছবির অনেক স্টিল প্রকাশ্যে এসেছে। অবশেষে নির্মাতারা প্রকাশ করলেন মনিকর্ণিকার টিজার। ছবিতে ঝাঁসির রাণীর ভূমিকায় কঙ্গনা রানাওয়াত। অমিতাভ বচ্চনের ভয়েস ওভারে শুরু হয় ছবির টিজার। ব্রিটিশ ইন্ডিয়া থেকে স্বাধীন ভারতের জার্নিতেই যুদ্ধের গাথা লেখা ঝাঁসির রাণীর। তবে ছবির ছোট্ট ঝলকে ঘোড়া চালানো থেকে শুরু করে শিশুকে কোলে নিয়ে রাজত্ব সামলানো, সবটাই দক্ষতার সঙ্গে করেছেন কঙ্গনা। মনিকর্ণিকার ভূমিকায় ভয়ঙ্কর বলিউড কুইন।
Advertisment
মনিকর্ণিকা থেকে সম্প্রতি বেরিয়ে এসেছেন অভিনেতা সোনু সুদ। সুত্রের খবর, ”কঙ্গনা ও সোনুর মধ্যে বিবাদ চরমে পৌঁছেছিল। মনে করা হচ্ছে, সোনু ভেবেছিলেন কঙ্গনার পরিচালনায় ‘মনিকর্ণিকা’ চিত্রনাট্যে যেভাবে লেখা ছিল সেভাবে উন্নতি করছে না। সোনু তাঁর এই অভিব্যক্তি প্রকাশ করতেই কঙ্গনা তাঁকে ভৎসর্না করেন। তারপরেই ছবি থেকে সরে দাঁড়ান সোনু।"
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, "আমি এই ছবির অংশ হতে পেরে গর্বিত। ছবিতে নারী শক্তির উত্থান রয়েছে যা আমাকে উদ্বুদ্ধ করে। রক্ত ও ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। মনিকর্ণিকা প্রত্যেক ভারতীয়কে গর্ব বোধ করতে বাধ্য করবে।" 'বাহুবলী' ও 'ভাগ মিলখা ভাগের' চিত্রনাট্যকার এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন।
জি স্টুডিওস, কমল জৈন ও নিশান্ত পিটের প্রযোজনায় ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে’ রানী লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, যিশু সেনগুপ্ত, জাসীন আয়ূব। প্রথমে ২০১৮-র ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, পরে তা পিছিয়ে যায় ২৫ জানুয়ারী ২০১৯ পর্যন্ত।