Manjil Banerjee: ৩০ দিনের রিহার্সালের পেমেন্ট আমি করব একদিন যাত্রাটা করে দেখাক, অশিক্ষিত মহিলাকে ধিক্কার: মঞ্জিল বন্দ্যোপাধ্যায়

Manjil Banerjee On Paroma Banerjee: বাংলা সিরিজ ডাইনি-কে যাত্রা টাইপ বলে কটাক্ষ পরমা বন্দ্যোপাধ্যায়ের। যাত্রাশিল্পী কাকলি চৌধুরী একহাত নিয়েছেন পরমাকে। যদিও অভিনেত্রী ও সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায় নাকি অনল-কাকলি জুটির কথা জানতেন না। অথচ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, চার বছর বয়স থেকে যাত্রা দেখতেন। অভিনেত্রী-সঞ্চালিকার মন্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় কলম ধরলেন যাত্রাশিল্পী, নাট্যাকার ও নির্দেশক মঞ্জিল বন্দ্যোপাধ্যায়।

Manjil Banerjee On Paroma Banerjee: বাংলা সিরিজ ডাইনি-কে যাত্রা টাইপ বলে কটাক্ষ পরমা বন্দ্যোপাধ্যায়ের। যাত্রাশিল্পী কাকলি চৌধুরী একহাত নিয়েছেন পরমাকে। যদিও অভিনেত্রী ও সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায় নাকি অনল-কাকলি জুটির কথা জানতেন না। অথচ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, চার বছর বয়স থেকে যাত্রা দেখতেন। অভিনেত্রী-সঞ্চালিকার মন্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় কলম ধরলেন যাত্রাশিল্পী, নাট্যাকার ও নির্দেশক মঞ্জিল বন্দ্যোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
রাস্তা দিয়ে হেঁটে গেলে পরমা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনতে পারে কিনা আমি জানি না

রাস্তা দিয়ে হেঁটে গেলে পরমা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনতে পারে কিনা আমি জানি না: মঞ্জিল বন্দ্যোপাধ্যায়

মঞ্জিল বন্দ্যোপাধ্যায়

Advertisment

পরমা বন্দ্যোপাধ্যায় কে? আমি চিনি না, আর চেনার সেরকম কোনও আকাঙ্খাও নেই। 'যাত্রা' ৫০০ বছরের পুরনো শিল্প। বাংলার এই আদি প্ল্যাটফর্মটার সঙ্গে এই মুহূর্তে লক্ষাধিক মানুষ জড়িত। আমরা যখন হাজার হাজার ভোল্টের লাইটের সামনে একটানা তিন ঘণ্টা পাঠ করি তখন সেখানে নয় থেকে দশ হাজার দর্শক উপস্থিত থাকেন। আমাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই হয়তো এটা করতে পারি। পরমা বন্দ্যোপাধ্যায়ের উপর ঈশ্বরের সেই আশীর্বাদটা নেই বলেই উনি পারেন না। যাত্রা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই বলেই এই ধরনের মন্তব্য করেছেন। একেবারে অশিক্ষিতা মহিলা (যাত্রার ক্ষেত্রে)। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে আমার শো ছিল। ন'হাজার দর্শক সেখানে উপস্থিত ছিল। তিন থেকে চার ঘণ্টা বসে তাঁরা আমার অভিনয় দেখেছেন। শুধু তাই নয়, আমার সঙ্গে এসে সকলে সেলফি তুলেছেন। আমি জানি না, আমার সঙ্গে যে সংখ্যক মানুষ সেলফি তুলেছেন তার ১০ শতাংশ মানুষও পরমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলেন কিনা। 

রাস্তা দিয়ে হেঁটে গেলে পরমা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনতে পারে কিনা আমি জানি না। আমি চিনতে চাই-ও না। একটি বাংলা সিরিজকে নিয়ে যাত্রা শিল্পকে অপমান করেছেন আমি শুধু এটাই জানি। শুধু পরমা বন্দ্যোপাধ্যায় নয়, সিরিয়াল-সিনেমা জগতের বহু মানুষ যাত্রা শিল্পকে অপমান করেন। মাঝেমধ্যেই তাঁরা 'যাত্রা টাইপ' শব্দটা ব্যবহার করে থাকেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি, যাঁরা এত অপমান করেন তাঁরা যাত্রাটা করে দেখান, তাহলে বুঝব। ৬২ টা ছবির স্ক্রিপ লিখেছি। আবার বলছি থিয়েটার বা যাত্রা শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত নন তাঁরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেখাক। ৩০ দিনের রিহার্সালের পেমেন্ট আমি করব একদিন যাত্রাটা উনি করবেন। পরমা বন্দ্যোপাধ্যায়কে আমার তরফ থেকে ধিক্কার। ওঁর প্রতি করুণাও হচ্ছে। না জেনে-বুঝে কথা বলেছেন। 

উনি শো সঞ্চালনা যে করে যে টাকা উপার্জন করেন একজন যাত্রাশিল্পী তার থেকে কয়েক গুণ বেশি টাকা আয় করেন। একটি অনুষ্ঠানে গিয়ে দুটো লাইন গান গেয়ে চলে আসা বা দশ মিনিটের পারফর্ম করার সঙ্গে তিন ঘণ্টা একটি চরিত্রের সামনে ন'হাজার দর্শককে বসিয়ে রাখা মুখের কথা নয়। ঠান্ডা ঘরে বসে যাত্রা শিল্প নিয়ে মন্তব্য করে দিলেন!! আমি অনুরোধ করব উনি যেন যাত্রা নিয়ে একটু পড়াশোনা করেন। উনি যদি সত্যিই ছোট থেকে যাত্রা দেখেন তাহলে এই ধরনের মন্তব্য করতে পারতেন না। আশা করব উনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন। তা নাহলে বুঝব উনি নিজের প্রচার করছেন। আমাদের পাবলিসিটির প্রয়োজন নেই।   

Paroma Banerjee Manjil Banerjee