scorecardresearch

অনুরাগকে পাথর নিয়ে তাড়া করেছিলেন মনোজ বাজপেয়ী! কিন্তু কেন?

বাক-বিতণ্ডা চরম পর্যায়ে, সেই কারণেই এই কাণ্ড ঘটেছিল?

anurag kashyap, manoj bajpeyee, gangs of wassipur
দুই বন্ধুর গণ্ডগোলে হয়েছিল এমন?

দীর্ঘদিন শুটিং ফ্লোরে কাজ করার সুবাদে কত মানুষের সঙ্গেই না পরিচয় হয়। বিশেষ করে একজন পরিচালকের সঙ্গে একজন অভিনেতার বন্ধুত্ব কিন্তু চর্চায় থাকে সবসময়ই। তেমনই দুই বন্ধু অনুরাগ কাশ্যপ এবং মনোজ বাজপেয়ী। প্রগাঢ় বন্ধুত্বের পরেও এমন কি হয়েছিল যে অনুরাগকে পাথর তুলে তাড়া করেছিলেন মনোজ?

‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে একসঙ্গে কাজ, অনুরাগ এবং মনোজের বন্ধুত্ব নিয়ে কোনও প্রশ্ন থাকে না। কিন্তু একদিন এমন এক কান্ড ঘটেছিল যে মনোজ তাঁর পেছনে পাথর নিয়ে দৌড়েছিলেন! এই ঘটনার স্বীকারোক্তি সামনে এনেছেন অনুরাগ নিজেই। কপিলের শোয়ে তাঁরা সকলে হাজির হয়েছিলেন। সেখানেই এই প্রসঙ্গে বলতে গিয়ে হেসে গড়ালেন অনুরাগ। কী ঘটেছিল আসলে? অনুরাগ বলেন….

আরও পড়ুন [ ‘পরিচালক-প্রযোজকদের ঘুম শীঘ্রই ভাঙুক..’ জয়ার সঙ্গে একইফ্রেমে স্বস্তিকা, তারপর? ]

ভিডিও সংগৃহীত

“গুলজার সাহেবের বাড়ির বাইরে ঘটেছিল এই ঘটনা। হণসল মেহেতা তখন খানা খাজনার পরিচালক। তো, উনি আমাদের টেস্ট করতে ডাকতেন। আর আমরাও ছিলাম, চলে যেতাম। সেখানে গিয়েই একটা এমন কথা হল যে, মনোজ ইমোশনাল হয়ে গিয়েছিল। ও ভেবেছিল যে গুলজার সাহেবের সামনে খারাপ কথা বলে দিয়েছে। তখনই পাথর তুলে দৌড়েছিল আমার পেছনে। আর হনসল থামানোর চেষ্টা করছিল। তারপর, আমরা দুই ভাই ওই রোডের ধারে বসেই সব মিটিয়ে নিলাম”।

অভিনেতা মনোজ বাজপেয়ী যেমন সব চরিত্রে সাবলীল। তেমনই মানুষ মনোজ কিন্তু আরও অন্যধরনের। অভিনেতা সারাজীবনে পুলিশ এবং চোর দুইধরণের চরিত্রেই সবথেকে বেশি অভিনয় করেছেন। কপিলের প্রশ্ন ছিল এমনই আপনি চোর হতে চান নাকি পুলিশ? তারপরেই অনুরাগ বললেন, ওর যে আধুনিকতা রয়েছে আমি সেটাই বের করতে চাই অভিনয়ের ক্ষেত্রে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Manoj bajpeyee run with stone to hit anurag kashyap