scorecardresearch

‘পরিচালক-প্রযোজকদের ঘুম শীঘ্রই ভাঙুক..’ জয়ার সঙ্গে একইফ্রেমে স্বস্তিকা, তারপর?

দুই সুন্দরী একসঙ্গে, এই প্রথমবার স্বস্তিকার সঙ্গে দেখা হল জয়ার?

jaya Ahsan, Swastika Mukherjee, jaya Ahsan new movies, jaya Ahsan bangladeshi actress, jaya Ahsan tollywood movies, jaya Ahsan new pictures, Swastika Mukherjee tollywood, Swastika Mukherjee new photoes, Swastika Mukherjee with jaya ahsan, Swastika Mukherjee hot pictures, জয়া এহসান, স্বস্তিকা মুখোপাধ্যায়
জয়া-স্বস্তিকা/ ছবিঃ জয়া এহসান- ইনস্টাগ্রাম

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং জয়া এহসান, দুই বাংলার দুই অভিনেত্রী যেকোনওর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগাতে পারেন। তাঁদের অভিনয় দক্ষতা হোক অথবা ফ্যাশন সেন্স, একটি ছবিতেই তোলপাড় করে দিতে পারেন দুই বঙ্গনারী। একসঙ্গে তাঁদের একই ফ্রেমে খুব একটা দেখা যায় নি, তবে শেষ কিছুদিন ধরেই তাঁদের একটি কভার শুটের ছবিতে মুগ্ধ অনুরাগীরা।

কখনও রঙিন আবার কখনও বসন্তের মত হলুদ পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছেন দুজনে। একইসঙ্গে দুই সুন্দরী…স্ক্রিন ঝলসে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনুরাগীরা। তবে, স্বস্তিকার মতে শুধু ছবি অথবা ফটোশুট নয়, সিনেমা কিংবা সিরিজেও একসঙ্গে তাঁদের দুর্ধর্ষ লাগবে। তাই তো এমনই এক মন্তব্য করে বসলেন অভিনেত্রী। একটি কভার শুট উপলক্ষেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। সেখানেই অনুরাগীদের জিজ্ঞাস্য ঠিক এমনি ছিল, যে সামনে কি নতুন কোনও সিরিজে বা সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে? তখনই স্বস্তিকা যা বললেন….

আরও পড়ুন [ হলিউড তারকার সঙ্গে চরম অসভ্যতা! ‘এই জন্য কেউ ভারতে আসে না’, তুলোধোনা বরুণ ধাওয়ানকে ]

“না, কেবলমাত্র একটি ফটোশুটই করেছি আমরা। তবে, আশা করব প্রযোজক এবং পরিচালকদের ঘুম খুব শিগগিরিই ভাঙবে। আমি ও জয়া একসঙ্গে সুযোগ পাবো কাজ করার”। একদিকে, যেমন জয়ার বয়স কমছে তেমনই স্বস্তিকাও যেন কম যান না। অভিনেত্রীর মত হতে চান অনেকেই। আবার কেউ কেউ, স্বস্তিকার রূপে এবং গুণে দুয়েই মুগ্ধ। দুই বাংলার দুই অভিনেত্রীর অনুরাগী কিন্তু দুই দেশেই সমান।

কিন্তু, এত ভালবাসার মাঝেও নেতিবাচক কিছু মন্তব্য থাকবে না এও আবার হয় নাকি। কেউ বললেন, দুই বুড়ি! আবার কেউ বললেন, মেকআপ অতিরিক্ত বেশি হয়ে হয়েছে। যদিও এসব পাত্তা দেওয়ার সময় নেই। বরং নিজের মত আপন গতিতে এগিয়ে চলেছেন জয়া এবং স্বস্তিকা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Swastika mukherjee said may be directors woke up and cast jaya and her together