Advertisment
Presenting Partner
Desktop GIF

মোদীর বায়োপিকে অমিত শাহের ভূমিকায় কে জানেন?

এবার উমঙ্গ কুমারের ব্রিগেডে যোগ দিতে চলেছেন অভিনেতা মনোজ যোশী। মোদীর বায়োপিকে ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহের চরিত্রে দেখা যাবে তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
AMIT SHAH MANOJ

অমিত শাহের ভূমিকায় অভিনয় করছেন মনোজ যোশী।

এবার উমঙ্গ কুমারের ব্রিগেডে যোগ দিতে চলেছেন অভিনেতা মনোজ যোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহের চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে যোশী বলেন, "আমি ধন্য যে ছবিতে অমিত শাহের ভূমিকায় আমাকে বাছা হয়েছে। সন্দীপ সিং ফোন করে এই রোলটা অফার করেন। তারপরে হ্যাঁ বলতে আমি দু'বার ভাবিনি। আমার কেরিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র হবে।"

Advertisment

ছবির পাশাপাশি অনেক টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন মনোজ যোশী। বরুণ ধাওয়ান অভিনীত 'জুড়ুয়া টু' এবং সলমন খানের 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। টেলিভিশন সিরিজের মধ্যে 'চক্রবর্তী অশোক সম্রাট', 'কসম লে', 'খিচড়ি' ও 'ইয়ে মেরি লাইফ হ্যায়' উল্লেখযোগ্য।

আরও পড়ুন: যা করেছি তাতে মিটুর দায়ে পড়ি নি: শত্রুঘ্ন সিনহা

'মেরি কম' ও 'সরবজিত' ছবির নির্মাতা উমঙ্গ কুমারের হাত ধরেই সত্তর এমএমে আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক। প্রধানমন্ত্রীর জীবনের শুরুর দিক থেকেই শুরু হবে ছবি। চা বিক্রেতা থেকে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের শীর্ষে ওঠা, সবটাই রয়েছে সিলেবাসে। মোদীর ফ্যানদের দিকে তাকিয়ে আশা করা হচ্ছে, এই ছবি ব্যবসায়িক সাফল্য পাবেই।

বলিউডে এখন বায়োপিকের মরশুম। একের পর এক বায়োপিক হয়ে চলেছে। সাফল্যও পাচ্ছে, বিতর্কও দানা বাঁধছে। সম্প্রতি আলোচনা শুরু হয়েছিল 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে। এবার সিনেমার পর্দায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মজীবনী। আর এই খবরেই সরগরম বিটাউন থেকে রাজনীতির আঙিনা। ২০১৯-এর নির্বাচনের আগেই তৈরি হবে এই ছবি।

আরও পড়ুন: অসুস্থ সোনু নিগম, হাসপাতাল থেকেই অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন

ছবিতে মনোজ ছাড়াও অভিনয় করছেন বোমান ইরানি, সুরেশ ওবেরয়, জারিনা ওয়াহাব, দর্শন কুমার ও বরখা বিস্ত, ও নাম ভূমিকায় বিবেক ওবেরয়। জানুয়ারিতেই প্রায় ২৩টি ভাষায় মুক্তি পেয়েছে ছবির পোস্টার।

Read the full story in English 

PM Narendra Modi amit shah bollywood movie
Advertisment