প্রাথমিকভাবে বিষয়টাকে তেমন আমল দেন নি তিনি, তবে পরের দিকে সংক্রমণ মারাত্মক আকার নেওয়ায় হাসপাতালে ছুটতে হয় সোনুকে। তবে জানা যাচ্ছে, এখন গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও কিছুদিন হাসপাতালেই কাটাতে হতে পারে গায়ককে।
আরও পড়ুন, আক্কির বাড়িতে বেআক্কেলে প্রবেশ, গ্রেফতার এক
এদিন সোনু নিজেই লিখেছেন, “ভাগ্যিস কাছাকাছি নানাবতী হাসপাতাল ছিল। কেউ যেন অ্যালার্জিকে হালকাভাবে না নেয়। আমার সি ফুড থেকে অ্যালার্জি হয়েছে।” ছবিতে দেখা যাচ্ছে, একটা চোখ এতটাই ফুলে গিয়েছে যে চোখ খুলতেই পারছেন না গায়ক। আর একটি ছবিতে অক্সিজেন মাস্ক পরে শুয়ে রয়েছেন তিনি।
তবে তাঁর খোঁজখবর নেওয়ার জন্য শুভান্যুধায়ীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সোনু নিগম। সেই সঙ্গে সাবধানও করেছেন তিনি।