Manoj Kumar: ভারতীয় সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতার প্রয়াণে একটি যুগের অবসান ঘটল। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে শুক্রবার সকলকে কাঁদিয়ে চলে গেলেন 'ভরত কুমার' ওরফে মনোজ কুমার। সিংহভাগ আত্মীয়স্বজনই বিদেশে থাকেন। তাই তাঁদের আসার পরই শেষকৃত্য সম্পন্ন হল ভার্সেটাইল অভিনেতা মনোজ কুমারের। রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় দেওয়া হল 'দেশভক্ত' মনোজ কুমারকে। শেষযাত্রায় কান্নায় ভেঙে পরেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
পতাকা ও ফুল দিয়ে সাজানো সুসজ্জিত গাড়িতে শায়িত ছিল মনোজ কুমারের মরদেহ। Pawan Hans শ্মশানে সম্পন্ন হল মনোজ কুমারের শেষকৃত্য। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে ভক্তরা ও বর্তমান প্রজন্মের তারকারা এসেছিলেন সম্মান জানাতে। অমিতাভ থেকে ধর্মেন্দ্র, অভিষেক বচ্চন, আরবাজ খান, শাহরুখ খান, সলমন খান, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, প্রেম চোপড়া সহ আরও অনেকেই চোখের জলে বিদায় জানালেন মনোজকে।
শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মনোজ কুমারের ছেলে কুনাল। তিনি জানিয়েছেন, 'হাসপাতাল থেকে সকাল ন'টায় মরদেহ বের করে ১০ টায় বাড়ি নিয়ে আসা হবে। ১১ টার সময় পওয়ান হান্সের উদ্দেশে রওনা দেবেন। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।' ১৯৬০ ও ১৯৭০-এর দশকে সিলভাার স্ক্রিনে রাজ করেছেন মনোজ কুমার। দেশাত্মবোধক সিনেমা Shaheed ও Upkaar-এ অভিনয়ের পর 'ভরত কুমার' তকমা পেয়েছিলেন। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই বার্ধক্যজনিত কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোজ কুমার।
সহ অভিনেত্রী অরুণা ইরানিও জানান, প্রায়ই বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে জল জমে যেত। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতেন, তারপর বাড়ি ফিরে যেতেন। মনোজের মৃত্যুর পর ETimes-কে তিনি বলেন, 'বয়স আর সময়ের কাছে সকলকেই হার মানে। দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। কয়েকমাস আগে পায়ে চোটের জন্য আমি যে হাসপাতালে গিয়েছিলাম সেখানে উনিও ছিলেন। কিন্তু, পায়ের জন্য ওঁর সঙ্গে দেখা করতে যেতে পারিনি। আজ আপশোস হচ্ছে। প্রায়ই ফুলফুলে জল জমে যেত। চিকিৎসার জন্য হাসপাতালে আসতেন। কয়েকদিন ভর্তি থাকার পর বাড়ি ফিরে যেতেন। আশা করি ওঁর আত্মা এবার শান্তি পাবে। আমরা ওকে মিস করব। আমাদের প্রত্যেকেই তো একদিন যেতে হবে।'
আরও পড়ুন: লাগাতার ফ্লপের জেরে মুম্বই ছাড়ার সিদ্ধান্ত, কী ভাবে অমিতাভের কেরিয়ার বাঁচিয়েছিলেন মনোজ কুমার?