Manoj Kumar-Aruna Irani: 'আমাদেরকেও একদিন চলে যেতে হবে', মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি

Aruna Irani On Manoj Kumar: অরুণা ইরানির সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন মনোজ কুমার। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অরুণা ইরানি। মনোজ মিত্রর দীর্ঘ অসুস্থতা নিয়ে কী বললেন তাঁর কোস্টার ও বর্ষীয়ান অভিনেত্রী?

Aruna Irani On Manoj Kumar: অরুণা ইরানির সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন মনোজ কুমার। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অরুণা ইরানি। মনোজ মিত্রর দীর্ঘ অসুস্থতা নিয়ে কী বললেন তাঁর কোস্টার ও বর্ষীয়ান অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি

মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি

Manoj Kumar Illness: শুক্রের সকালে শোকস্তব্ধ গোটা বলিউড। প্রয়াত কিংবদন্তী অভিনেতা মনোজ কুমার। মিডিয়া রিপোর্ট মোতাবেক হৃদরোগের সমস্যার সঙ্গে সিরোসিস লিভারেও ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি। মনোজ কুমার ছিলেন তাঁর 'মেন্টর', একইসঙ্গে সহ অভিনেত্রীও। 'দেশভক্ত' মনোজের মৃত্যুতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি। তিনি জানান প্রায়ই বর্ষীয়ান অভিনেতার ফুসফুসে জল জমে যেত। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতেন, তারপর বাড়ি ফিরে যেতেন। প্রসঙ্গত, মনোজ মিত্র শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছবি পরিচালনাও করতেন। 

Advertisment

মনোজ মিত্রের প্রতি গভীর শ্রদ্ধা ছিল অরুণা ইরানি। তাঁদের সম্পর্কটা ছিলে একজন শিক্ষক ও ছাত্রীর মতো। মনোজকে তিনি 'গুরু' সম্বোধন করতেন। অভিনেতার প্রয়াণে চোখের জলে স্মৃতিচারণা করলেন অরুণা ইরানি। ETimes-কে তিনি বলেন, 'উনি আমার গুরু ছিলেন। আমরা প্রথম একসঙ্গে উপকার ছবিতে কাজ করেছিলাম। উনি ছিলেন প্রকৃত জেন্টিলম্যান। একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। যদি উনি ১০ টা ছবিতে কাজ করেন তাহলে ন'টা ছবিতে আমি ছিলাম। ওঁর স্ত্রীও ছিলেন অমায়িক একজন মানুষ। শুটিং সেটে কাজের মাঝেও সকলের সঙ্গে গল্প করতেন।'

আরও পড়ুন -  Manoj Kumar-Amitabh: লাগাতার ফ্লপের জেরে মুম্বই ছাড়ার সিদ্ধান্ত, কী ভাবে অমিতাভের কেরিয়ার বাঁচিয়েছিলেন মনোজ কুমার?

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন মনোজ। সেই প্রসঙ্গে অরুণা ইরানি বলেন, 'বয়স আর সময়ের কাছে সকলকেই হার মানে। দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। কয়েকমাস আগে পায়ে চোটের জন্য আমি যে হাসপাতালে গিয়েছিলাম সেখানে উনিও ছিলেন। কিন্তু, পায়ের জন্য ওঁর সঙ্গে দেখা করতে যেতে পারিনি। আজ আপশোস হচ্ছে। প্রায়ই ফুলফুলে জল জমে যেত। চিকিৎসার জন্য হাসপাতালে আসতেন। কয়েকদিন ভর্তি থাকার পর বাড়ি ফিরে যেতেন। আশা করি ওঁর আত্মা এবার শান্তি পাবে। আমরা ওকে মিস করব। আমাদের প্রত্যেকেই তো একদিন যেতে হবে।'  

Manoj Kumar death Manoj Kumar Aruna irani Bollywood Actor bollywood actress Bollywood News bollywood movie