Advertisment
Presenting Partner
Desktop GIF

'নেতাদের সম্মান করুন', এবার কঙ্গনাকে 'শিষ্টাচার' শেখালেন বিজেপি সাংসদ

স্বঘোষিত বিজেপি সমর্থক অভিনেত্রীকে একহাত নিলেন গেরুয়া শিবিরের তারকা সাংসদ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শিবরাত্রিতে সাধারণ নাগরিকের সঙ্গে মিশে গিয়ে নাচলেন কঙ্গনা, দেখুন

কঙ্গনা রানাউত

বিনোদুনিয়া থেকে রাজনীতি, প্রতিটা ইস্যু নিয়েই ফুট কাটতে ব্যস্ত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রায়শই রাজনীতি নিয়ে মন্তব্য করে থাকেন অভিনেত্রী। উত্তর-পূর্ব দিল্লির হিংসা থেকে শুরু করে কৃষি আন্দোলন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন একাধিকবার। যার জেরে আইনি বিপাকেও পড়তে হয়েছে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে। স্বঘোষিত বিজেপি সমর্থক অভিনেত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা দলনেতা উদ্ধব ঠাকরেকে নিয়েও কু-মন্তব্য করতে পিছপা হননি। এমনকী, মুম্বইকে পর্যন্ত পাক-অধুষ্যিত কাশ্মীর বলে তোপ দেগেছেন। গান্ধীজিকে নিয়েও কঙ্গনার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল, এবার গেরিয়া-সমর্থক অবিনেত্রীকেই নেতাদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার পাঠ দিলেন তারকা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।

Advertisment

কঙ্গনাকে একপ্রকার 'শিষ্টাচার'-ই শেখালেন মনোজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক-অভিনেতা তথা বিজেপি সাংসদ বলেন, কারোর-ই এহেন তীক্ষ্ণ মন্তব্য করা কখনো উচিত নয়, যা অন্য কাউকে সোজাসুজি আঘাত দেয়। শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কঙ্গনা যেভাবে প্রতিবাদ করেছিলেন, সেটার প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, মহারাষ্ট্র সরকারকে ওভাবে কটাক্ষ করা ওঁর উচিত হয়নি।

<আরও পড়ুন: মাংস ছোঁবেন না বিরাট-অনুষ্কা! পশুপ্রেম থেকে বেনজির সিদ্ধান্ত তারকা দম্পতির>

প্রসঙ্গত সুশান্তের রহস্য-মৃত্যুর পর কঙ্গনা মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। তার দিন কয়েক বাদেই অভিনেত্রীর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা'র অফিস তথা বাংলোর বেশ কিছুটা অংশ বেআইনি বিল্ডিংয়ের আওতায় ফেলে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল মুম্বই প্রশাসন। সেইসময়ে অভিনেত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিওয়ারি।

publive-image

বিজেপি সাংসদ জানান, "প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত পেশ করার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু নিজের গণ্ডিতে থেকে অপরপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিবাদ করা উচিত। কাউকে কটুক্তি করা আমাদের দেশের সংস্কৃতির মধ্যে পড়ে না।"

তবে কঙ্গনার পাশাপাশি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিজেপি-বিরোধী মন্তব্য নিয়েও মুখ খুলেছেন মনোজ তিওয়ারি ওই সাক্ষাৎকারে। তিনি জানান, আমি এসব দেখে অনুরাগকে ফোন করে বলি, "কী হয়েছে ভাই? কিন্তু তিনি কোনওমতেই আমার কথা শোনেনি। তাই এখন ওঁর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছি আমি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Kangana Ranaut Manoj Tiwari
Advertisment