Advertisment
Presenting Partner
Desktop GIF

নন্দিতা-নওয়াজের মান্টো ট্রেলারেই চ্যালেঞ্জ ছুড়ে দিল

মান্টোর চিত্রনাট্য লিখেছেন নন্দিতা দাস নিজে। গত বছর মুক্তি পাওয়া সিনেমার কয়েক ঝলক দেখে অনুমান করতে অসুবিধে হয়নি যে পরিচালক ও সিদ্দিকির যুগলবন্দি দর্শককে ভাবাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাদাত হুসেন মান্টোর ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকী.

সাদাত হুসেন মান্টোর জীবনের ওপর তৈরি হয়েছে নাওয়াজউদ্দিন সিদ্দীকি অভিনীত ছবি মান্টো। ছবির ফার্স্ট লুক বেরনোর পর থেকেই নন্দিতা দাসের পরিচালিত এই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। ইতিমধ্যেই এই ছবি কান চলচ্চিত্র উৎসব ও টরেন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে।

Advertisment

ট্রেলারের শুরুতেই কোর্টরুমে দাঁড়িয়ে থাকা নওয়াজউদ্দিন অর্থাৎ মান্টো প্রশ্ন  তোলেন, সত্যকে আমরা কেন অপরিবর্তিতভাবে বলতে পারি না? তিনি আরও বলেন, তাঁর লেখা গল্প সমাজেরই প্রতিচ্ছবি। মান্টো দর্শনেই নিমজ্জিত ছবির ট্রেলার। এমনকি ছবিতে চিত্রায়িত নারী চরিত্ররাও তাঁরই বর্ণনা থেকে সাজানো। নিজের সময়ের থেকে তো বটেই, বর্তমান সময়ের পক্ষেও মান্টো ভাবনাচিন্তায় অগ্রণী একজন ব্যক্তিত্ব।আপোষহীন লেখনীর জন্য তাঁকে অশ্লীলতার অভিযোগেও অভিযুক্ত করেছিল তৎকালীন সমাজ।

এই ছবিতে মান্টের দিকেও প্রশ্নের তির ছুড়ে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে লেখকের দায়বদ্ধতা নিয়ে।  মান্টো বিশ্বাস করতেন সত্য সবসময় গলা চড়িয়ে বলা উচিৎ তাতে কেউ অস্বস্তিতে পড়লেও তা শ্রেয়। 

Nawazuddin Siddiqui with Rasika Dugal in Manto. মান্টো ছবিতে নওয়াজউদ্দিন ও রাশিকা দুগাল

আরও পড়ুন,নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত মান্টো ২০১৮ কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

মান্টোর চিত্রনাট্য লিখেছেন নন্দিতা দাস নিজে। গত বছর মুক্তি পাওয়া সিনেমার কয়েক ঝলক দেখে অনুমান করতে অসুবিধে হয়নি যে পরিচালক ও সিদ্দিকির যুগলবন্দি দর্শককে ভাবাবে। নন্দিতা দাসের এই ছবিতে দেখা যাবে রাশিকা দুগাল ও তাহির রাজ ভাসিনকে। এছাড়াও রয়েছে জাভেদ আখতার, ঋষি কাপুর, দিব্যা দত্তা, পরেশ রাওয়াল, চন্দন রায় সান্যাল ও রাজশ্রী দেশপান্ডে। আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে মান্টো।

Manto Nawazuddin Siddiqui Nandita Das
Advertisment