শাহরুখের জাদু চলছে গোটা দেশে। কিং খানের কামব্যাক যে এত বিরাট আকার নিতে পারে, ভাবতে পারেন নি কেউই। বিতর্ক ছিল প্রথম থেকেই, তবে সিলভার স্ক্রিনে ফিরতেই বিরাট ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। তাই তো, এবার সেই উৎসবে সামিল হল ঐতিহ্যবাহী এক সিনেমাহল।
Advertisment
১৯৯৫ সালের পর থেকে মুম্বাইয়ে মারাঠা মন্দিরে একচ্ছত্র আধিপত্য ছিল শাহরুখের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির'। অনেকেই মুম্বই দর্শনে গেলে মারাঠা মন্দিরে 'DDLJ' না দেখে ফিরতেন না। শাহরুখের কাছেও এই ঘটনা অজানা নয়। দীর্ঘ এতবছর ধরে এই সিঙ্গেল স্ক্রিন হলে শাহরুখের আইকনিক 'ddlj' স্ক্রিনিং হয়ে আসছে। এবার, সেই মারাঠা মন্দিরেই জায়গা করে নিল 'পাঠান'। কিং খানের দুই আইকনিক ছবির পোস্টার পাশাপাশি। এই দৃশ্য চোখে পড়তেই আবেগপ্রবণ শাহরুখ অনুরাগীরা।
শাহরুখের সর্বকালের শ্রেষ্ঠ সিনেমার তালিকায় 'দিলওয়ালে দুলহানিয়া' অন্যতম। এবার, চারবছর পর কামব্যাক করতেই বক্স অফিসে ধামাকা। 'পাঠান' টেক্কা দিয়েছে বিগ বাজেট বলিউড ছবিগুলিকে। 'পাঠান' এবং 'DDLJ' একসঙ্গে, তাও আবার মারাঠা মন্দিরে! দুটি ছবিই দেখানো হচ্ছে এই হলে। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সেই ছবি শেয়ার করে লিখলেন, "এই দুই ছবির মধ্যেই আমরা এক অভূতপূর্ব সাফল্য দেখেছি। একজন মানুষকে সব বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে দেখেছি"।
ফ্যানদের আনন্দ দেখার মত। শাহরুখের সেই আইকনিক ডায়লগ আজও ভোলার নয়। তাঁরা বলছেন, "এই দৃশ্য আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়"। আবার কেউ কেউ তো আনন্দে চোখের জল পর্যন্ত ফেলেছেন। আবার কারওর কথায়, "এ শুধু শাহরুখকে দিয়েই সম্ভব। সবার সাধ্য নেই একাজ করার"। তাঁর অগণিত ভক্তরা দেখিয়ে দিয়েছেন, শাহরুখকে কীভাবে ভালবাসা যায়। অনেকের বক্তব্য, "যেভাবে আজ এত বছর ধরে দিলওয়ালে দুলহানিয়া চলছে, পাঠানও সেইভাবেই রাজ করবে"।