Actor Tragic Death: ৩৪-এ সব শেষ, আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা..

Actor Passed Away: কর্মের অভাব তাঁকে মন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা সাংঘাতিক। বাড়িতে কেউ ছিল না। ঠিক সেই সময়েই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি।

Actor Passed Away: কর্মের অভাব তাঁকে মন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা সাংঘাতিক। বাড়িতে কেউ ছিল না। ঠিক সেই সময়েই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pakistani actress last voice viral before her tragic death

আচমকাই চলে গেলেন অভিনেতা...

Actor Passed away:  মানসিক অবসাদ যে কী সাংঘাতিক কিছু করতে পারে, সেটা বোধহয়, এই অভিনেতা তাঁর জীবন দিয়ে বুঝিয়ে দিলেন। বয়স এমন কিছুই না, কিন্তু কর্মের অভাব তাঁকে মন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা সাংঘাতিক। বাড়িতে কেউ ছিল না। ঠিক সেই সময়েই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি। 

Advertisment

 হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বি প্রকাশের সঙ্গে মারাঠি ছবিতে কাজ করেছিলেন এই অভিনেতা। গতকাল থেকেই তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে। মুম্বইয়ের গোরেগাঁও ওয়েস্ট এলাকায় নিজের বাড়িতে কাজ না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন মারাঠি অভিনেতা তুষার ঘাদিগাঁওকর। 

Paran Bandopadhyay: 'ওরে বাবা, ও সিংহ! আমার পা কাঁপে..', পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে কে এমন কথা বলতেন?

Advertisment

সিরিয়াল, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করা ৩৪ বছর বয়সী এই যুবক শুক্রবার রাতে রামমন্দির এলাকায় তার ভাড়া বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী বাড়ি ফিরলে তিনি দরজা না খোলেই প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। তাঁর স্ত্রী বলেন, দরজা ভাঙার সময় আমরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোরেগাঁও থানার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ না থাকায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। দিনের বেলা ভান্ডুপে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (এডিআর) দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

Entertainment News Entertainment News Today actor death news