Paran Bandopadhyay: 'ওরে বাবা, ও সিংহ! আমার পা কাঁপে..', পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে কে এমন কথা বলতেন?

Paran Bandopadhyay on Boyei Galo: শুটিং চলাকালীন তারকাদের মধ্যে নানান ধরনের কথোপকথন লেগেই থাকে। এবং, অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞাসা করেছিলে বয়েই গেল সিরিয়াল থেকে এমন কিছু ঘটনার কথা।

Paran Bandopadhyay on Boyei Galo: শুটিং চলাকালীন তারকাদের মধ্যে নানান ধরনের কথোপকথন লেগেই থাকে। এবং, অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞাসা করেছিলে বয়েই গেল সিরিয়াল থেকে এমন কিছু ঘটনার কথা।

author-image
Anurupa Chakraborty
New Update
Paran Bandopadhyay recalls actor manu Mukherjee and serial Boyei galo fun

যা বললেন পরাণ...

Paran Bandopadhyay on Boyei Galo: তারকাদের জীবনে কত ঘটনাই তো ঘটে। তাঁদের মেমোরিজে সেসব ঘটনা রেকর্ড হয়ে যায়। নানা শুটিং ফ্লোরে, তাঁদের দেখা হয় বহু অভিনেতার সঙ্গে। সেই সমস্ত ঘটনা স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অভিনেতাদের মনে। কোন কোন তারকার সঙ্গে তারা কাজ করছেন, এবং ফ্লোরে থাকাকালীন কে তাদেরকে কি বলছে, সেটাও পুঙ্খানুপুঙ্খ মনে থাকে তাদের। সিনেমা প্রেমী মানুষ যেমন বাংলার বুকে রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন, সিরিয়াল প্রেমী মানুষও। একটু খেয়াল করলে দেখা যাবে বেশ কিছু সিরিয়াল যা বাংলার বুকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, সেগুলোর নেপথ্যে কিন্তু তারকাদের অভিনয় কাজ করেছে।

Advertisment

শুটিং চলাকালীন তারকাদের মধ্যে নানান ধরনের কথোপকথন লেগেই থাকে। এবং, অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জিজ্ঞাসা করেছিলে বয়েই গেল সিরিয়াল থেকে এমন কিছু ঘটনার কথা। এই ধারাবাহিকটি, বাংলার বুকে এত জনপ্রিয় হয়, যা শব্দে ব্যাখ্যা করা সম্ভব না। বাঙাল ঘটির লড়াই নিয়ে এই সিরিয়াল, ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে বাংলার মানুষের কাছে। বাঙ্গাল বনাম ঘটি কিন্তু সবসময় খুব হট টপিক। আর এই ধারাবারিকে ২ পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব দেখানো হয়েছিল। পরান বাবু অভিনয় করেছিলেন বাঙাল পরিবারের হেড সদস্য হিসেবে।

Sonakshi Sinha: বাড়িতে ভৌতিক কাণ্ড! ঘুমের মধ্যেই যা হল অভিনেত্রীর সঙ্গ…

Advertisment

অভিনেতাকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন, শুটিং ফ্লোরের অভিজ্ঞতাটা কি বলতো, যখন ঘটনাটা ঘটে তখনই একটা ব্লাস্ট হয়, তারপর আবার সব আগুনের ছাই এর মত উড়ে যায়। ধীরে ধীরে তো আমার বয়স হচ্ছে, সবকিছু হয়তো মনে থাকে না। কিন্তু ভাই, একটা জিনিস মনে আছে সকলে আমাকে খুব গম্ভীর এবং রাগী ভাবত। সেটা আবার আমার একটু খারাপ লাগতো। এই সিরিয়ালে আরেকজন বর্ষিয়ান অভিনেতাও ছিলেন। তিনি মনু মুখোপাধ্যায়। অভিনেতাকে জিজ্ঞাসা করা হল যে প্রয়াত মনু বাবুর সঙ্গে তার সম্পর্ক এই ধারাবাহিকে কেমন ছিল? পরান বন্দ্যোপাধ্যায় বলছেন...

মনু দা সব সময় আমার সঙ্গে মশকরা করতেন। উনি আমার থেকে বয়সে বড় ছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে বাঙাল কারেক্টারটা ওনারই করার কথা ছিল। কিন্তু, কিন্তু উনি বললেন যে আমি তো সেভাবে বাঙ্গাল কথা ভালো বলতে পারি না পরানকে দাও, পরান ভালো করবে। মনুদার সঙ্গে আমি ইয়ার্কি ফাজলামি মারতাম ঠিকই, কিন্তু উনি আমার থেকে এতটাই সিনিয়র ছিলেন, শ্রদ্ধা সবসময় কাজ করতো। মনুদা আমাকে খুব স্নেহ করতেন। আমায় ভীষণ ভালোবাসতেন। আমার আজও ওনার একটা কথা মনে পড়ে।

World Music Day: লোকে টাকা জমায়, আমি শুধু নিজের জন্য গান জমিয়েছি: নীলায়ন

অভিনেতা আরও বললেন, "মনুদা সবার সামনে আমাকে নিয়ে বলতেন যে ওরে বাবা ও একটা সিংহ। ওর সঙ্গে কাজ করতে গেলে আমার পায়ের দাবনা কাঁপে। আমি এই ঘটনায় খুব লজ্জা পেতাম। আমি মনুদাকে এটাই বলতাম, এসব বলো না। মনুদা কে আমার বাবার মত দেখতে ছিল। সেইজন্যই একটা আলাদা ভালবাসা ছিল ওর প্রতি। আর ওনার কথা শুনে আমি খুব লজ্জা পেতাম।"

tollywood news Paran Bandopadhyay