ভিলেনর পর আবার একসঙ্গে কাজ করছেন রীতেশ দেশমুখ ও সিদ্ধার্থ মলহোত্রা। পরবর্তী ছবি মরযাওয়া। এই ছবিতে সিদ্ধার্থের প্রেমিকা হিসাবে দেখা যাবে নতুন মুখ তারা সুতারিয়াকে। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু'-তে ডেবিউ করেছেন তারা। সত্যমেব জয়তে ছবির নির্মাতাদের পরের ছবি এটি। ভূষণ কুমার, নিখিল আদবানি ও মিলাপ মিলান জাভেরী রয়েছেন এই ছবির নির্মাতাদের তালিকায়। বুধবার ছবির টাইটেল পোস্টার রিলিজ হল।
পরিণীতি চোপড়ার বিপরীতে সিদ্ধার্থ মলহোত্রা কাজ করছেন জবারিয়া জোড়ি ছবিতে। তিনিও টুইট করেছেন এই ছবির টাইটেল পোস্টার।
আরও পড়ুন, এবারে শেফ দিব্যাঙ্কা ত্রিপাঠী, চরিত্র অঙ্কনে অল্ট বালাজি
মুম্বই শহরের প্রেক্ষাপটে মরযাওয়া একটি হিংস্র প্রেমের গল্প। ২০১৮-র ডিসেম্বরে শুটিং শুরু হয়েছে এই ছবির। ২০১৯ এর ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা মরযাওয়ার। এদিকে করণ জোহরও আনন্দ ধরে রাখতে পারেননি। কারণ, তাঁর হাত ধরেই তো ইন্ডাস্ট্রিতে এসেছেন সিদ্ধার্থ মলহোত্রা। তাই টুইট করে তারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন কেজো।
নিখিল আদবানি একটি বিবৃতিতে বলেন, ''আমার কোম্পানি অ্যামি এন্টারটেইনমেন্ট দু'বছর ধরে মিলাপের সঙ্গে এই ছবির কাজ করছে এবং মরযাওয়া নিয়ে আমারা আশবাদী। তৈরি থাকুন মিলাপের ডায়লগ বাজির জন্য...''।
Read the full story in English