Singer Passed Away: মর্মান্তিক! ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ, চলে গেলেন লিড গিটারিস্ট-ভোকালিস্ট

যারা ইংরেজি ব্যান্ডের রক সঙ্গীত শুনতে ভালবাসেন, তাঁরা হেভি মেটাল ব্যান্ড মাস্টোডোনের গান শুনেই থাকবেন। সেই ব্যান্ডের লিড গিটারিস্ট না ফেরার দেশে। তাঁর ভয়ঙ্কর মৃত্যু...

যারা ইংরেজি ব্যান্ডের রক সঙ্গীত শুনতে ভালবাসেন, তাঁরা হেভি মেটাল ব্যান্ড মাস্টোডোনের গান শুনেই থাকবেন। সেই ব্যান্ডের লিড গিটারিস্ট না ফেরার দেশে। তাঁর ভয়ঙ্কর মৃত্যু...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Cricketer Death (2)

চলে গেলেন শিল্পী...

বুধবার রাতেই ঘটেছে সেই মর্মান্তিক ঘটনা। প্রাক্তন লিড গিটারিস্টের রাতারাতি আকস্মিক মৃত্যু চমকে দিয়েছে সকলকে। যারা ইংরেজি ব্যান্ডের রক সঙ্গীত শুনতে ভালবাসেন, তাঁরা হেভি মেটাল ব্যান্ড মাস্টোডোনের গান শুনেই থাকবেন। সেই ব্যান্ডের লিড গিটারিস্ট না ফেরার দেশে। তাঁর ভয়ঙ্কর মৃত্যু... 

Advertisment

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে মেমোরিয়াল ড্রাইভ ও বুলেভার্ডের মোড়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রেন্ট হিন্ডস। হার্লে ডেভিডসনে যাত্রা করার সময় একটি BMW SUV বাঁক নিতে না পেরে তাকে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। ফুলটন কাউন্টির মেডিকেল পরীক্ষক দপ্তর, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

৫১ বছর বয়সী হিন্ডস, আটলান্টা-ভিত্তিক ব্যান্ড মাস্টোডনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। ২০০০ সালে তিনি বেসিস্ট ট্রয় স্যান্ডার্স, গিটারিস্ট বিল কেলিহার এবং ড্রামার ব্রান ডেইলরের সঙ্গে মিলে ব্যান্ডটি গড়ে তোলেন। 

Advertisment

RGV-Stray Dogs: 'জননিরাপত্তা আগে নাকি আবেগ?' পথকুকুরপ্রেমীদের 'অন্ধ-বোবা' কটাক্ষ পরিচালকের?

২০২৫ সাল পর্যন্ত, মাস্টোডন আটটি অ্যালবাম প্রকাশ করেছে এবং ২০১৭ সালের এম্পেরর অফ স্যান্ড অ্যালবামের সুলতান’স কার্স গানের জন্য একটি গ্র্যামি পুরস্কার জিতেছে। একটি ইনস্টাগ্রাম পোস্টে ব্যান্ডটি জানিয়েছে যে তারা বর্তমানে “অকল্পনীয় দুঃখ ও শোকের মধ্যে” রয়েছে। এই যন্ত্রণা তাঁদের কাছে সহ্যাতীত। হিন্ডস ছিলেন ব্যান্ডটির প্রধান গিটারিস্ট এবং অন্যতম মুখ্য ভোকালিস্ট। তিনি ওয়ার্কহর্স, ব্লাস্টেরয়েড এবং স্টারগ্যাসমসহ বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। 

মার্চে বিলবোর্ড জানিয়েছিল যে ব্যান্ডটি হিন্ডসের সঙ্গে “পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত” ঘোষণা করেছে। তবে এই মাসের শুরুর দিকে হিন্ডস জানান, আসলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

Entertainment News Entertainment News Today