ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) বর্তমান চেয়ারম্যান হয়েছেন বিপি সিং। এ ছাড়াও আরও একটি পরিচয় রয়েছে তাঁর। টেলিভিশনের বহু প্রচলিত হিন্দি ধারাবাহিক 'সিআইডি'-র প্রযোজক তিনি। ফায়ারওয়ার্ক প্রোডাকশনের কর্ণধার বিজেন্দ্র পাল সিং বহুদিন ধরেই 'আহট' এবং 'সিআইডি'-র মতো অতি জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজনা করে আসছেন।
এর আগেও একাধিক কারণে বিজেন্দ্র পাল সিং-এর নাম উঠে এসেছে খবরের শিরনামে। সবচেয়ে দীর্ঘ শট নেওয়ার জন্য লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও ওঠে তাঁর। কারণ ২০০৪-এ 'সিআইডি'-র ১১১ মিনিটের একটি এপিসোডের পুরো শুটটাই তিনি সেরে ফেলেছিলেন মাত্র একটি টেকে।
আরও পড়ুন: বার্লিনে ওয়ার্ল্ড প্রিমিয়ারে জোয়া আখতারের ছবি
FTII-এরই প্রাক্তন ছাত্র বিপি সিং, ১৯৭৩-এ এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। দেরাদুনের বাসিন্দা সিং পড়াশোনা শেষ করার পর দূরদর্শনে কাজ আরম্ভ করেন। এরপর মুম্বই শহরে এসে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন। দূরদর্শনে কাজ করাকালীন 'এক শূন্য শূন্য' নামে একটি টেলি সিরিজ বানান। শুরু থেকেই অপরাধ জগৎ নিয়ে তাঁর আগ্রহ ছিল। বলার অপেক্ষা রাখে না, এই ধাঁচের ধারাবাহিকই তাঁকে পরিচিতি এনে দিয়েছে।
'সিআইডি' ধারাবাহিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজেন্দ্র পাল সিং-এর কর্মজীবনে, বলা চলে এই ধারাবাহিকটিই তাঁর জীবনের মাইলস্টোন। তবে শুধু 'সিআইডি' নয়, SAB চ্যানেলের 'গুটার-গু', এবং Life OK চ্যানেলে 'হামনে লি হ্যায় শপথ' ধারাবাহিক প্রয়োজনা করেও প্রশংসা পেয়েছেন তিনি।
Read the full story in English