Bollywood: বাবার কাছে অমানসিক অত্যাচার-মারধোর, ট্রেনের কামরায় গান গেয়ে অর্থ রোজগার করতেন এই নায়ক?

বাবার কাছ থেকেই শৃঙ্খলার পাঠ পেয়েছিলেন, যদিও সেটা ছিল কঠোর। এক পডকাস্টে তিনি বলেছিলেন, “আমার বাবা ছিলেন একেবারে স্বৈরশাসক। চপ্পল, বেল্ট দিয়ে মারা ছিল স্বাভাবিক ব্যাপার।

বাবার কাছ থেকেই শৃঙ্খলার পাঠ পেয়েছিলেন, যদিও সেটা ছিল কঠোর। এক পডকাস্টে তিনি বলেছিলেন, “আমার বাবা ছিলেন একেবারে স্বৈরশাসক। চপ্পল, বেল্ট দিয়ে মারা ছিল স্বাভাবিক ব্যাপার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ayushmann

কে এই অভিনেতা?

 এ-লিস্ট বলিউড তারকা হওয়া সহজ নয়। বিশেষ করে যদি কোনও গডফাদার না থাকে তাঁর। কিন্তু আয়ুষ্মান খুরানা সব বাধা পেরিয়ে নিজেকে শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, হিন্দি সিনেমায় সামাজিক কৌতুক নাটকের নতুন ধারা তৈরি করা এক অনন্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার যাত্রাপথ এক কথায় অনুপ্রেরণাদায়ক।

Advertisment

ট্রেনে গান গেয়ে আয়

চণ্ডীগড়ের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আয়ুষ্মানের ছোটবেলা থেকেই থিয়েটার ও সংগীতের প্রতি ঝোঁক ছিল। কলেজ জীবনে তিনি বন্ধুদের নিয়ে ট্রেনে গান গাইতেন অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য। একবার তিনি স্মৃতিচারণা করে বলেছিলেন, “দিল্লি থেকে মুম্বাই যাওয়া পশ্চিম এক্সপ্রেসে আমরা প্রতিটি কামরায় গান গাইতাম। যাত্রীরা টাকা দিতেন, আর সেই অর্থেই আমরা গোয়া ভ্রমণ স্পনসর করতে পেরেছিলাম।”

কঠোর বাবার শাসন

আয়ুষ্মান তার প্রয়াত বাবা পি. খুরানার কাছ থেকেই শৃঙ্খলার পাঠ পেয়েছিলেন, যদিও সেটা ছিল কঠোর। এক পডকাস্টে তিনি বলেছিলেন, “আমার বাবা ছিলেন একেবারে স্বৈরশাসক। চপ্পল, বেল্ট দিয়ে মারা ছিল স্বাভাবিক ব্যাপার। একদিন শুধু শার্টে সিগারেটের গন্ধ পাওয়া গিয়েছিল বলে এমন মার খেয়েছিলাম, যদিও আমি কখনো ধূমপানই করিনি।” তবে বাবা হওয়ার পর তিনি একেবারেই ভিন্ন পথ বেছে নিয়েছেন। তাঁর মেয়ে তাঁকে জীবনের অন্য পাঠ পড়িয়েছে। তাঁর কথায়,  “আমি আমার বাবার মতো নই। আমার মেয়ে আমাকে আরও সহানুভূতিশীল হতে শিখিয়েছে।"

Advertisment

 Karishma Kapoor: করিশ্মা বনাম প্রিয়া, সঞ্জয়ের উত্তরাধিকার নিয়ে তুমুল দ্বন্দ্ব! দিল্লি কোর্টে তুলকালাম 

দেশের সর্বকনিষ্ঠ আরজে

কলেজ শেষে আয়ুষ্মান রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন। মাত্র ২২ বছর বয়সে তিনি একটি প্রাতঃরাশ শো সঞ্চালনার সুযোগ পান, যা সাধারণত অভিজ্ঞদের জন্য বরাদ্দ থাকে।

বলিউডে বড় ব্রেকথ্রু

২০১২ সালে ভিকি ডোনার চলচ্চিত্রে স্পারম ডোনারের চরিত্রে অভিনয় করেই তিনি বলিউডে নিজের জায়গা করে নেন। তারপর একে একে দম লাগা কে হাইশা, বাধাই হো, আর্টিকেল ১৫, ড্রিম গার্ল, বালা—প্রতিটি ছবিতেই নতুন রূপে হাজির হয়েছেন তিনি। পাশাপাশি পানি দা রং, সাদ্দি গলির মতো গান তাকে গায়ক হিসেবেও প্রতিষ্ঠা দিয়েছে।

তবে পথটা একেবারে মসৃণ ছিল না। ২০২২ সালে অ্যান অ্যাকশন হিরো, ছবির শুটিং চলাকালীন তিনি ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। কিন্তু থেমে না গিয়ে নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিয়েছেন বারবার।

Ayushmann Khurrana Entertainment News