বিতর্ক উস্কে এক ভিডিওতে নাচলেন, কিন্তু একসঙ্গে দেখা গেল না মিমি-শুভশ্রীকে

বিতর্ক জিইয়ে রেখেই পুজোর ভিডিওতে দেখা গেল শুভশ্রী ও মিমিকে। তবে ভিডিও দেখে পরিস্কার বোঝা গেল, একে অপরের নাচ দেখে যে হাততালি দিচ্ছেন, সেটা আলাদা করে শুট করা হয়েছে।

বিতর্ক জিইয়ে রেখেই পুজোর ভিডিওতে দেখা গেল শুভশ্রী ও মিমিকে। তবে ভিডিও দেখে পরিস্কার বোঝা গেল, একে অপরের নাচ দেখে যে হাততালি দিচ্ছেন, সেটা আলাদা করে শুট করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিমি-শুভশ্রী স্পোটিংলি নিয়ে দেখালেন বটে

দরজায় কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। পাড়ার চায়ের দোকানী থেকে তারকারা, প্রস্তুতি সেরেছেন সকলেই। কিন্তু বিতর্ক জিইয়ে রেখেই পুজোর এক ভিডিওতে দেখা গেল শুভশ্রী ও মিমিকে। তবে এক ফ্রেমে কিন্তু দুজনের কেউই নাচলেন না। ভিডিও দেখে পরিস্কার বোঝা গেল, একে অপরের নাচ দেখে যে হাততালি দিচ্ছেন সেটা আলাদা করে শুট করা হয়েছে। কোরিওগ্রাফার বাবা যাদব ও ক্যামেরার পিছনে সৌমিক হালদার।

Advertisment

একই ভিডিওতে মিমি ও শুভশ্রী। অসম্ভবকে সম্ভব করে দেখালেন বটে রাজ চক্রবর্তী। সদ্য মুক্তিপ্রাপ্ত 'জয় জয় মা দুর্গা' মিউজিক ভিডিওতে জিতের গানে পা মিলিয়েছেন দুই নায়িকা। পরিচালক রাজ চক্রবর্তী অর্থাৎ বর্তমানে শুভশ্রীর স্বামী পরিচালনা করেছেন মিউজিক ভিডিওর। কিন্তু দুজনে এক ফ্রেমে নেই কেন? মিমি-রাজ-শুভশ্রীর ত্রিকোণ প্রেমের অতীত চাপানউতোরেই রয়েছে এই প্রশ্নের উত্তর। অনেকে মনে করছেন, দুই নারীর মধ্যে বরফ এখনও গলেনি। রাজের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে দুই নায়িকার মধ্যে বিতন্ডার সাক্ষী টলিপাড়া। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি হয়েছে বিস্তর। অবশেষে বিয়ের পিঁড়িতে রাজের পাশে বসেন শুভশ্রী।

Advertisment


আরও পড়ুন, দেবীর বোধনের পরের মাসেই ‘বিজয়া’ সারবেন কৌশিক গঙ্গোপাধ্যায়

তবে শুধু এটাই খবর নয়, ভিডিওতে ছক্কা হাঁকিয়েছেন কিন্তু দাদা। সৌরভ গাঙ্গুলি আর নাচ? শত্তুরের মুখে ছাই দিয়ে তাও করেছেন তিনি। আর রয়েছেন বনি সেনগুপ্ত ও জিৎ গঙ্গোপাধ্যায় নিজে। বহু বছর পর এত বড় বাজেটের পুজোর অ্যালবাম শুট হল। আর তাতেই আবারও শিরোনামে টলিপাড়ার প্রথম সারির নায়িকারা। তবে যাই বলুন, সমস্যাকে আমল না দিয়েই, ব্যক্তিগত ও কাজের জগৎ আলাদা করতে পেরেছেন দুই নায়িকা। মিমি-শুভশ্রী স্পোর্টিংলি নিয়ে দেখালেন বটে।

Sourav Ganguly mimi chakrabarty Subhasree Ganguly