/indian-express-bangla/media/media_files/2025/10/16/mimi-2025-10-16-11-36-13.png)
Mimi: কী কী বলছেন মিমি...
Mimi Chakraborty-Kali Puja: আলো উৎসবে চারিদিক যনখ আনন্দে আত্মহারা। ঠিক তখনই, কিছু অবলা প্রাণীদের তখন যেন প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করতে হয়। তাঁরা কোথায় তখন আশ্রয় নেবে, কীভাবে একটু শব্দের হাত থেকে বাঁচবে, সেটাই তখন তাঁদের জীবনের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সেই চারপেয়ে অবলাদের কথা উৎসব আবহে কেউ ভাবে না। কিন্তু, যারা তাঁদেরকে সন্তানের চোখে দেখেন, তাঁদের কাছে এই দিন যেন আতঙ্কের।
যদিও বর্তমানে শব্দবাজি ফাটানোয় নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তারপরেও এদিক ওদিক থেকে চকলেট বোমার আওয়াজ শুনতে পাওয়া যায়। তাতেই সারমেয় কিংবা অবলা প্রাণদের যে কষ্ট হয়, সেকথা অনেকেই জানেন। কিন্তু, তাঁরপরেও আতশবাজি ও শব্দবাজির প্রয়োগ যেন কমার নয়। মিমি নিজেও ৩ সন্তানের মা। তাঁর বাড়িতেও এদিন ঠিক সেরকমই পরিস্থিতি হয়।
Raghu Dixit: ৫০-এ বিয়ের পিঁড়িতে গায়ক, গাঁটছড়া বাঁধছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকার সঙ্গে
ওরা বলতে পারে না, ওরা অসহায়, কিন্তু এই বাজির আওয়াজ ওদের কষ্ট দেয়। মানসিকভাবে ওরা অত্যন্ত চাপে থাকে। এমনটাই বলতে শোনা গেল মিমিকে। বছরের এই দুটো দিন যেন, সবকিছুই বেশ অন্যরকম হয়। তিনি কী কী বলছেন? অভিনেত্রী বার বার এই নিয়ে নানা কথা বলেছেন। আর এবার বলছেন...
"আবারও আমরা বছরের সেই সময় এসে দাঁড়িয়েছি যখন অবলাদের জন্য নানা কথা বলতে হবে। ওদের সুরক্ষার জন্য আওয়াজ তুলতে হবে। কিন্তু আমরা সকলেই জানি আমাদের কী করতে হবে এবং কেন করতে হবে। তাঁর মধ্যে অনেকেই প্রশ্ন করেন, সবাই যখন বাজি ফাটাচ্ছে, আমরা কেন না? একবারও আমি আপাদের অর্ডার করছি না যে কী কী করতে হবে। আমি বায়ুদূষণ নিয়ে কিছুই বলছি না। কিন্তু এই সারা বিশ্বে যদি ভাল কিছু করতেই হয় তাহলে আমরা কেন দয়া এবং ভালবাসাকে আপন করে নেব না? বিশেষ যারা নিজেদের সমস্যার কথা নিজেরা বলতে পারে না, তাঁদের জন্য কেন বলব না।"
Madhumati Death: স্বর্ণযুগের অবসান, না ফেরার দেশে ফিল্মি দুনিয়ার কিংবদন্তি
অতিরিক্ত শব্দবাজি ব্যবহার যেন না হয়, সেই আর্জি রাখলেন মিমি। তাঁর সারমেয় সন্তানদের সঙ্গে নিয়ে বললেন, "চেষ্টা করুণ কম শব্দযুক্ত বাজি ফাটাতে। পথে থাকা বাচ্চাগুলোর যেন কষ্ট না হয়। পাখিদের যেন আকাশে বাতাসে উড়তে, শ্বাস নিতে কষ্ট না হয়।"