Raghu Dixit: ৫০-এ বিয়ের পিঁড়িতে গায়ক, গাঁটছড়া বাঁধছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকার সঙ্গে

চলতি বছরের ফেব্রুয়ারিতে, রঘু ইনস্টাগ্রামে বারিজাশ্রীর গ্র্যামি মনোনয়নের খবর শেয়ার করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, "বারিজাশ্রী বেঙ্গালুরুর অন্যতম প্রতিভাবান শিল্পী..."

চলতি বছরের ফেব্রুয়ারিতে, রঘু ইনস্টাগ্রামে বারিজাশ্রীর গ্র্যামি মনোনয়নের খবর শেয়ার করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, "বারিজাশ্রী বেঙ্গালুরুর অন্যতম প্রতিভাবান শিল্পী..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raghu

বিয়ের পিঁড়িতে গায়ক...

Raghu Dixit: সংগীতজগতের দুই প্রতিভাবান শিল্পী রঘু দীক্ষিত ও বারিজাশ্রী বেণুগোপাল তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন। জনপ্রিয় ব্যান্ড ‘The Raghu Dixit Project’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য শিল্পী রঘু দীক্ষিত (৫০) এবং গ্র্যামি-মনোনীত গায়িকা ও বাঁশিবাদক বারিজাশ্রী বেণুগোপাল (৩৪) এই মাসের শেষের দিকে একটি ছোট, ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ের তারিখ ও স্থান এখনও প্রকাশ করা হয়নি, রঘু বেঙ্গালুরু টাইমসকে জানিয়েছেন, এই নতুন অধ্যায় তাঁর জীবনে ‘স্থিরতা’ এনে দিয়েছে।

Advertisment

রঘু বলেন, "আমি জীবনের বাকি সময়টা একাই কাটাব ভেবেছিলাম, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। আমি সত্যিই এই সম্পর্ককে নিজের জীবনে প্রবেশ করতে দিতে চাইনি। বহু ব্যক্তিগত উত্থান-পতনের পর এই পর্বটা যেন নতুন করে বাঁচার অনুভূতি দিচ্ছে।" 

Pankaj Dheer dies: রক্তাক্ত চোখ, রথ থেকে ঝাঁপ-ই হত মৃত্যুর কারণ! তবুও হার মানেননি কর্ণ, অবশেষে লড়াই শেষ পঙ্কজ ধীরের

Advertisment

তিনি ভালবাসার এই অধ্যায় সম্পর্কে আরও বলেন, "আমাদের সম্পর্কের শুরুটা ছিল একেবারে বন্ধুত্ব দিয়ে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসা ও সঙ্গীতে রূপ নিয়েছে। আমরা দুজনেই সঙ্গীত, সৃষ্টিশীলতা এবং জীবনদর্শনে গভীরভাবে সংযুক্ত। বারিজাশ্রীর বাবা-মায়ের আশীর্বাদে আমরা জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে ভীষণ উচ্ছ্বসিত।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে, রঘু ইনস্টাগ্রামে বারিজাশ্রীর গ্র্যামি মনোনয়নের খবর শেয়ার করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, "বারিজাশ্রী বেঙ্গালুরুর অন্যতম প্রতিভাবান শিল্পী, যিনি জ্যাকব কোলিয়ারের অ্যালবাম ‘Jesse Vol. 4’-এর গান ‘A Rock Somewhere’-এ গেয়েছেন। এবং এটি গ্র্যামি মনোনয়ন পেয়েছে ‘শ্রেষ্ঠ গ্লোবাল পারফর্মেন্স’ বিভাগে।" 

Bomb Threat: স্টুডিওতে বোমা হুমকি! কিংবদন্তি সুরকারকে সুরক্ষা দিতে তদন্তে পুলিশ

উল্লেখ্য, বারিজাশ্রী কর্ণাটকী সংগীত ও জ্যাজের সংমিশ্রণ ‘Carnatic Scat Singing’-এর স্রষ্টা, নানা আন্তর্জাতিক ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন। অন্যদিকে, রঘু দীক্ষিত, যিনি আগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ময়ূরী উপাধ্যায়-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন (২০০৫), তিন বছর আলাদা থাকার পর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

singer bollywood Entertainment News Today