Mimi Chakraborty Birthday: জন্মদিনের আগেই ফের মা হলেন মিমি, মধ্যরাতে কেক কেটে অর্থলাভের ইচ্ছেপ্রকাশ অভিনেত্রীর

Mimi Chakraborty: জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মধ্যরাতে বার্থডে কেক কাটার সময় কী কী বললেন অভিনেত্রী? দেখুন ভিডিও।

Mimi Chakraborty: জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মধ্যরাতে বার্থডে কেক কাটার সময় কী কী বললেন অভিনেত্রী? দেখুন ভিডিও।

author-image
Kasturi Kundu
New Update
mimi chakraborty birthday

mimi chakraborty birthday- জন্মদিনের আগেই মা হলেন মিমি? Photograph: (Instagram)

Mimi Chakraborty Birthday Celebration:১১ ফেব্রুয়ারি টলি ক্যুইন মিমি চক্রবর্তীর জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি একটু অন্যভাবে জন্মদিন পালন করতে ভালবাসেন বার্থডে গার্ল। জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।  তিনি যে পশুপ্রেমী সে কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। দিনের শেষে বাড়ি ফিরলেই একেবারে মিমিকে ঘিরে ধরে তাঁর প্রিয় পোষ্য আর সারমেয়রা। মাথায় হাত বুলিয়ে প্রত্যেককে আদর করেন। সোমবার পরিবারে এল আরও এক নতুন সদস্য। 

Advertisment

Advertisment

যে সংস্থা থেকে সারমেয় দত্তক নিলেন সেখানের সদস্যরা তাঁকে জন্মদিনের আগাম উপহার হিসেবে চারাগাছ তুলে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাতে। পঞ্চম সন্তানকে কোলে নিয়ে আরও একবার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন মিমি।

হাসিমুখে তিনি জানিয়েছেন, এর আগেও ক্যানসার আক্রান্ত সারমেয়কে দত্তক নিয়েছিলেন। তার নাম রেখেছিলেন ফেব্রুয়ারি। কিন্তু,অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। এবার একটি খুদে সারমেয়কে প্যাসিভ অ্যাডপ্ট করলেন। নতুন সন্তাবের নামও ফেব্রুয়ারি-ই রাখলেন অভিনেত্রী।

এবার আসা যাক জন্মদিনের হুল্লোড়ের কথায়। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন এখন লেটেস্ট ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি কুইন মিমি চক্রবর্তীও। তাঁর অনুপস্তিতিতেই মিমির বাড়িতে হাজির তাঁর কাছের বন্ধুরা।

 সেই তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাক ডিজাইনার অভিষেক রায় সহ আরও অনেকেই। হলুদ-কালো বেলুনের সঙ্গে হ্যাপি বার্থডে লেখা ফেস্টুন দিয়ে ঘর সাজিয়েছিলেন। টেবিলের উপর ছিল রেড ভেলভেট-হোয়াটস ফরেস্ট সহ বাহারি কেকের সম্ভার। বার্থডে গার্লকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন বন্ধুরা। যা দেখে একেবারে আপ্লুত মিমি।

কালো রঙের সিক্যুইনের হাতকাটা গাউনে আরও গ্ল্যামারাস নায়িকা। এমন সারপ্রাইজ পেয়ে চক্ষু একেবারে চড়কগাছ। টেবিলের সাজানো মনপসন্দ কেক দেখে আগে জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলে নিলেন মিমি। যা শুনে একেবারে অভিনেত্রীর বাড়িতে হাসির রোল।

কারণ বার্থডে গার্ল চেয়েছেন অনেক আনন্দ-ভালবাসা তারপরই একটু উচ্চস্বরে বলে ওঠেন, প্রচুর টাকাও চাই তাঁর। জন্মদিনে নিজেই নিজেকে হ্যাপি বার্থডে বলে হেসে ফেলেন মিমি। পরক্ষণেই কেক কাটার সময় সকলে মিলে জন্মদিনের গান গেয়ে মিমিকে শুভেচ্ছা জানান। মিমি তাঁর সন্তানদেরও কাছে আসার জন্য বলেন। এভাবেই হাসি-মজা-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠেছিল মধ্যরাতের বার্থডে পার্টি। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Mimi Chakraborty Bengali News Bengali Film Industry