/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/mimi11-1.jpg)
শিল্পীদের যেন প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়: মিমি
Mimi Chakraborty Madhuraa Bhattacharya News: সিনেমার গান হিট হলেই অনেকে সংগীতশিল্পীর কদর না করে নায়ক-নায়িকাকে নিয়েই মেতে ওঠেন। এই বিষয়ে অনেকবারই সুর চড়িয়েছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। একটা সময় শাহরুখের লিপে প্রায় সব গানেই কণ্ঠ দিতেন। কিন্তু, নির্দিষ্ট সময় পর শাহরুখ-অভিজিৎ-এর যুগলবন্দি দেখা যায় না। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, কিং খানের ছবি-গান সবই শাহরুখময়। তাঁর কণ্ঠের কোনও মূল্য নেই। তাই এখন বাদশার সিনেমায় আর অভিজিৎ-এর কণ্ঠ শোনা যায় না।
বাদশা সিনেমার গান ওহ লড়কি শাহরুখের গান বলে অভিজিৎ-এর রোষানলে পড়েছিলেন খোদ ডুয়া লিপা। আসলে তারকাদের স্টারডমের অন্তরালে চলে যায় সংগীতশিল্পীদের প্রতিভা। এইরকমই একটা ঘটনা ঘটেছে খোদ সংগীতশিল্পী মধুরা ভট্টাচার্যের সঙ্গে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রত্যেক শিল্পীকে যেন তাঁর প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়।
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রেগে কাঁই মিমি? তাঁর অনুষ্ঠানের একটি ক্লিপিংয়ের সঙ্গে প্রকৃত গানটি জুড়ে এক নেটিজেনের দাবি এটা নাকি মিমি চক্রবর্তীর কণ্ঠের জাদু। বিষয়টি নজরে আসতেই ফুঁসে উঠেছেন। ইনস্টা স্টোরিতে প্রতিবাদী মিমি চক্রবর্তী। একটি বিষয় পরিস্কার করে দিয়েছেন, গানটি তাঁর গাওয়া নয়। কী করে বলব তোমায় সিনেমার এই গানটি গেয়েছেন প্রতিভাবান শিল্পী মধুরা ভট্টাচার্য। তাই শিল্পীদের যোগ্য সম্মানটুকু দেওয়ার অনুরোধ করেছেন অভিনেত্রী। কয়েকটি লাইক-কমেন্টের লোভের বশবর্তী হয়ে নিজের নিম্ন রুচিবোধের পরিচয় না দেন।
আরও কড়া সুরে মিমির সংযোজন, 'আমি যদি এত ভাল গান গাইতে পারতাম তাহলে সংগীতকেই পেশা হিসেবে বেছে নিতে পারতাম। তাই অন্যের গাওয়া গান আমার নামে চালানোর মতো বোকা কাজ করবেন না।' প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি কয়েকটি গানের অ্যালবামও বানিয়েছেন। তাঁর কণ্ঠের জাদুতে মোহিত ভক্তরা। কিন্তু, অন্যের প্রতিভাকে কখনই নিজের ক্রেডিট দিতে রাজি নন। তাই তো এক শিল্পীর অপমানে সোচ্ছ্বার মিমি চক্রবর্তী।
আরও পড়ুন: 'আমার বস' মুক্তির আগে বিয়ের বন্ধন থেকে মুক্ত, শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদে সিলোমহর রোশনের