Srabanti-Roshan Divorced legally: শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর রোশন সিংয়ের জীবনের ঝড় অবশেষে থামল। দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদ টামমাটাল অবস্থা চলছিল। ৮ এপ্রিল আইনিভাবে বিবাহবন্ধন থেকে মুক্ত হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। এরপ্রকার চুপিসারেই ডিভোর্স হয়ে গেল রোশন-শ্রাবন্তীর। খবরের সত্যতা যাচাই করতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিংয়ের সঙ্গে। তিনি আইনি বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই। আপাতত নিজের জিমের কাজেই ব্যস্ত রয়েছেন। দীর্ঘদিনের ঝামেলা থেকে মুক্তি পেয়ে খুশি রোশন।
২০১৯-এ একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং। রাজীব, কৃষ্ণবিরাজের সঙ্গে বিয়ে ভাঙার পর তৃতীয়বার রোশনের সঙ্গে সংসার পেতেছিলেন। সেই বছরের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে চুপিসারেই গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। কিন্তু, তাসের ঘরের মতো ভেঙে যায় শ্রাবন্তীর সুখী দাম্পত্য। আলাদা হয় দুজনের পথ। বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন দুজনেই। রোশনের সঙ্গে বিনোদন দুনিয়ার কোনও সংযোগ নেই। তাঁর রয়েছে নিজস্ব জিম।
আরও পড়ুন: 'অস্ত্রোপচারের আগে কাল হো না হো-র মতো...', তাহিরার মন হালকা করতে কী করেছিলেন চিকিৎসকরা?
বিয়ের বছর ঘুরতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তখন স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যেত তাঁদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোশনের সঙ্গে সব ছবি সরিয়ে ফেলেছিলেন। একইরকমভাবে রোশনের ইনস্টা প্রোফাইলেও শ্রাবন্তীর ছবি ছিল না।
সূত্রের খবর, বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর গত সেপ্টেম্বরে পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান দুজনেই। উভয়ের স্বাক্ষরটুকুই বাকি ছিল। আদালত সেই জন্য ৮ এপ্রিল তারিখ দিয়েছিল। মঙ্গলেই 'মঙ্গলকর্ম' সেরেছেন প্রাক্তন দম্পতি। আইনি ডিভোর্সের পরই রোশন সিং ইনস্টাগ্রামের ডিপি বদলে ফেলেছেন। বাগদত্তা অনামিকার সঙ্গে একটি লাভিডাভি ছবিই এখন তাঁর প্রোফাইল পিকচর।
প্রসঙ্গত, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে (Rajiv Kumar Biswas) বিয়ে করেন তিনি। দু’জনের এক ছেলে রয়েছে। নাম ঝিনুক। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের ডিভোর্স হয়। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে (Krishan Vraj) বিয়ে করেন টলি বিউটি। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৭ সালে অফিশিয়ালি দু’জনের বিচ্ছেদ হয়।
আরও পড়ুন: রামনবমীতে রামভজনের আবহে দেদার বিক্রি গোমাংস ও মদ, হৃত্বিকের অনুষ্ঠানে পাক-যোগ ঘিরে বিতর্ক