'বিবাহ অভিযান' থেকে সরে ভোট অভিযানে মিমি

‘বিবাহ অভিযান’-এ কাজ করার কথা ছিল মিমির। কিন্তু ‘ডেট’ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হল মিমিকে, পরিবর্তে ছবিতে এলেন ওপার বাংলার জনপ্রিয় মুখ।

‘বিবাহ অভিযান’-এ কাজ করার কথা ছিল মিমির। কিন্তু ‘ডেট’ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হল মিমিকে, পরিবর্তে ছবিতে এলেন ওপার বাংলার জনপ্রিয় মুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi

মিমি সরে গিয়ে সেই জায়গায় এলেন বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া। ফোটো- মিমির ইনস্টাগ্রাম সৌজন্যে

তৃণমূল কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়বেন মিমি চক্রবর্তী। ভোটের প্রচারের জন্য অনিশ্চিত হয়ে পড়েছিল মিমির নতুন ছবির শুটিং।  মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরই চিন্তার ভাঁজ পড়েছিল পরিচালকের কপালে। বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ কাজ করার কথা ছিল মিমির। কিন্তু ‘ডেট’ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হল মিমিকে, পরিবর্তে ছবিতে এলেন নুুুসরত ফারিয়া।

Advertisment

দিন তিনেকের দড়ি টানাটানির পর অবশেষে মিলল সমাধান। আগেই মিমি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবেন। সেই কারণেই একটু থেমে থাকতে হয়েছিল 'বিবাহ অভিযান'-এর টিমকে। ২৩ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা, তাই তড়িঘড়ি এই রদবদল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মিমি-নুসরত এবং ট্রোলের অন্ধকার জগৎ

Advertisment

পরিচালক আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, “স্বামী-স্ত্রীর রোজকার খুঁটিনাটি সমস্যা নতুন কিছু নয়, এ নিয়ে বহু ছবিও হয়েছে। কিন্তু তা বলে কি কেউ বিয়ে করছেন না? ঠিক সেইখান থেকেই তৈরি হবে আমার ছবি। এটি একটি পারিবারিক কমার্শিয়াল ছবি। সমস্ত শুটিংই হবে কলকাতায়।”

শুটিং শুরু করার দিকেই এগোচ্ছিলও সবকিছু, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পরই অনিশ্চিত হয়ে পড়েছিল সবটা। ছবিতে মিমি ছাড়াও অভিনয় করার কথা ছিল অঙ্কুশ, রুদ্রনীল, সোহিনী, প্রিয়াঙ্কা ও অনির্বাণ ভট্টাচার্যের। এখন শুধুমাত্র মিমি সরে গিয়ে সেই জায়গায় এলেন বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া।

tollywood SVF mimi chakrabarty Bengali Cinema