করোনাভাইরাসের আতঙ্কের জেরে ভারত সরকার অনুরোধ করেছিল বিদেশে থাকা সমস্ত মানুষকে দেশে ফিরে আসার জন্য। কারণ ১৮ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে কোনও মানুষ (ভারতীয় বা বিদেশি) ভারতে ফিরতে পারবেন না এমনটাই জানানো হয়েছিল নির্দেশে। এবার সেই নির্দেশ মেনেই দেশে ফিরে আসছেন মিমি-জিৎ।
করোনার ভয়াল ছায়া ইতিমধ্যেই গ্রাস করেছে ভারতকে। পশ্চিমবঙ্গও তার বাইরে নয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন শহরে। যার জেরে সমস্ত সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছে ৩১ মার্চ পর্যন্ত। নিরাপদে থাকতেই শুটিং বাতিল হয়েছে বেশকিছু সিনেমার। ধন্দে ধারাবাহিকের শুটিংও। কিন্তু 'বাজি'-র শুটিংয়ে কোন বাধা ছিল না।
তবে ১৮ তারিখের পর সরকার এদেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করায় বাধ্য হয়েই শুটিং বাতিল করে ফিরছেন টিম 'বাজি'। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে করোনা আতঙ্কের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। দিব্যি শুটিংও করছিলেন। ব্রিটেনের বাকিংহামশায়ারে আপাতত শুটিং চলছিল, কিন্তু সমস্তটা বাতিল করে দেশে ফিরছে টিম 'বাজি'। মঙ্গলবার, সোশাল মিডিয়ায় পোস্ট করেই এ খবর জানান মিমি।
আরও পড়ুন, দেশে ফিরেই স্বেচ্ছা আইসোলেশনে জিৎ-মিমি
ব্রিটেন থেকেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী-সাংসদ। করোনাভাইরাসের প্রকোপ রুখতে সমস্ত রকম পদক্ষেপ টিম বাজি নিচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় মিমি বলেন, ''আশা করব আপনারা সুস্থ রয়েছেন। সমস্ত রকম নিয়ম মেনে চলছেন। আমরাও এখানে নিরাপত্তা বজায় রেখেই শুটিং করছি।'' কিন্তু তাতেও শেষরক্ষা হল না।
আরও পড়ুন, করোনার প্রভাব, পিছিয়ে গেল যে সমস্ত বাংলা ছবির শুটিং
প্রসঙ্গত, অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিৎ প্রযোজনায় তৈরি হচ্ছে 'বাজি'। জানা গিয়েছিল ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হবে লন্ডনে।’বাজি’ দক্ষিণী ছবির আদলে তৈরি হলেও চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজিয়েছেন অর্ণব ভৌমিক। গল্পে সাদৃশ্য থাকলেও কাহিনীর বুননে থাকছে নয়া মাত্রা।
এ বছরেই দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ড্রাকুলা স্যর’-এর মাধ্যমে বড়পর্দায় ফের দেখা যাবে মিমিকে। আপাতত পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত তৃণমূলের এই তারকা সাংসদ। পর পর বেশ কয়েকটি বড় বাজেটের টলিউড ছবির অফারও রয়েছে মিমির হাতে। তবে প্রথমবারের জন্য জিৎ-মিমির রসায়ন ঠিক কতটা জমবে, তা দেখতে ‘বাজি’ রাখতেই হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন