scorecardresearch

বড় খবর

মিমির ভিডিও ভাইরাল, সোশালে চরম উত্তেজনা

মিমি-র সাম্প্রতিকতম ভিডিওটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৮২ হাজার মানুষের কাছে। কখনও জুতোর তলা দেখিয়ে, তো কখনও আবার ‘ডোন্ট গিভ আপ’ গানে কোমর দুলিয়ে সোশাল মাত করছেন সুন্দরী।

মিমির ভিডিও ভাইরাল, সোশালে চরম উত্তেজনা
জাস্টিন বিবারের জনপ্রিয় গানে নেচে ভাইরাল মিমির ভিডিও। ফোটো- মিমির ইনস্টাগ্রাম সৌজন্যে

সোশাল মিডিয়ায় ইদানিং টলিউড অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি রীতিমতো চোখে পড়ার মতো। ব্যাপারটা অনেকটা, কাকে ছেড়ে কাকে দেখবেন। এমনিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালই চলতে পারেন মিমি চক্রবর্তী। তবে এই মুহূর্তে হঠাৎ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মিমি। সৌজন্যে, ‘টিক টক’। মিমির একের পর এক টিক টক ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের বেগে। কখনও জুতোর তলা দেখিয়ে, তো কখনও আবার ‘ডোন্ট গিভ আপ’ গানে কোমর দুলিয়ে সোশাল মাত করছেন সুন্দরী। মিমি-র সাম্প্রতিকতম ভিডিওটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৮২ হাজার মানুষের কাছে। তবে এটি অবশ্য টিক টক ভিডিও নয়।

আরও পড়ুন, আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী?

টিক টকের দৌলতে ‘কপি ক্যাটে’র তকমাও জুটেছে মিমির। বলিউড সেলেবদের অনুকরণ করে ভিডিও বানাচ্ছেন মিমি, এমন অভিযোগে বিরক্ত হয়েছেন তাঁর ফ্যানেদের একাংশ। আর তাই ভক্তদের রাগ উপশমের দাওয়াই নিয়ে তাই হাজির ‘গানের ওপারে’-র পুপে। জাস্টিন বিবারের জনপ্রিয় গানে নেচে এবার ভিডিও বানিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

Don’t Give up ????????????????????

A post shared by Mimi (@mimichakraborty) on

বেশ কয়েক দিন ধরে সোশাল মিডিয়ায় টিক টক বেশ সাড়া ফেলেছে। আসলে এর জনক ডাবস্ম্যাশ। সেখান থেকেই ‘মিউজিক্যালি’, আর এখন ‘টিক টক’। গানে লিপ মিলিয়ে, ডায়লগে এক্সপ্রেশন দিয়ে ভিডিও বানানো এখন হাতের মুঠোয়। ফলে, আম জনতা তো কোন ছাড়, এই অ্যাপের জনপ্রিয়তা থেকে দূরে থাকতে পারছেন না তারকারাও। এই তো সেদিনই নুসরতের সঙ্গে যুগ্মভাবে সোশালে টিক টক ভিডিও পোস্ট করেছিলেন মিমি।

 

View this post on Instagram

 

Lost it @nusratchirps

A post shared by Mimi (@mimichakraborty) on

মিমি অনুরাগীদের মতে, তিনি বরাবরই ট্রেন্ডের সঙ্গে চলেন। টিক টক হোক বা এমনি ভিডিও, সোশালে মিমির জনপ্রিয়তা টের পাওয়া যায় কমেন্ট বক্সে চোখ রাখলেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mimi chakraborty tik tok video goes viral