'ইয়াস' পরবর্তী পরিস্থিতি সামলাতে 'প্রশাসনিক বৈঠক' মিমির, ত্রাণের ব্যবস্থাও করলেন সাংসদ

ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থাও করলেন তৃণমূলের তারকা সাংসদ।

ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থাও করলেন তৃণমূলের তারকা সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi

'ইয়াস' (Yaas) আসার আগে কথা দিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরদিনই পথে নেমে কাজ করবেন। সেই প্রতিশ্রুতি ভুলে যাননি। কথা রাখলেন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সাইক্লোন 'ইয়াস' পরবর্তী পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার নিজস্ব সংসদীয় কেন্দ্রে উপস্থিত হলেন মিমি। এলাকা পরিদর্শন করে প্রশাসনিক স্তরে বৈঠকও সারলেন। ঘুরে দেখলেন রিলিফ সেন্টার। কথা বললেন সেখানকার মানুষজনদের সঙ্গে।

Advertisment

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থাও করলেন তৃণমূলের তারকা সাংসদ। মিমির মন্তব্য, সাধারণ মানুষের এই লড়াইয়ে আমাদের দলের সবাই শামিল রয়েছে। পাশাপাশি আগামী দিনে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের কীভাবে পরিষেবা দেওয়া যায় সেই কর্মসূচী নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা করেন সাংসদ-অভিনেত্রী।

publive-image
Advertisment

<আরও পড়ুন: Citizens Response-এর নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মোবাইল অক্সিজেন’ পরিষেবা>

বুধবার চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীকেও দেখা গিয়েছিল পায়ে হেঁটে প্লাবিত চণ্ডীপুর পরিদর্শন করতে। বৃষ্টি মাথায় করেই তিনি এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন। এবার মমতার একনিষ্ঠ সৈনিকের মতো মিমিও পোঁছলেন নিজস্ব কেন্দ্রের ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে। গতবার লকডাউনে আম্ফানের দাপটের পর নিজে রাস্তায় নেমে তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে গাছ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন মিমি। এবারও তার অন্যথা হল না। প্রশাসনিক স্তরে বৈঠক করে ত্রাণের আয়োজন করলেন।

publive-image

ভোটে জিতে তারকা প্রতিনিধিরা নাকি ময়দান থেকে উধাও হয়ে যান! প্রায়ই এমন অল্পবিস্তর খোঁটা শুনতে হয় রাজনৈতিক শিবিরে নাম লেখানো তারকাদের। গোড়ার দিকে মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে গত দেড় বছরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন মিমি। নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করা, কোনও কিছুর ক্ষেত্রেই কসরত করতে ছাড়েননি সাংসদ-অভিনেত্রী। এবার ঘূর্ণিঝড় 'ইয়াস'-এর পরবর্তী পরিস্থিতির সামাল দিতেও ময়দানে নামলেন।


<আরও পড়ুন: ভোটে হেরেও ময়দানে! বৃষ্টি মাথায় করেই ‘দুস্থ’ থেকে পথকুকুরদের ‘খাবার বিলোচ্ছেন’ সায়ন্তিকা >


ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Mimi Chakraborty Cyclone Yaas