Advertisment
Presenting Partner
Desktop GIF

মৈনাক ভৌমিকের নারীকেন্দ্রিক ছবিতে মিমি, প্রযোজক সম্পূর্ণা

সাংসদ-অভিনেত্রী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই আগামী ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mainak Bhaumik, Mimi Chakraborty,Sampurna Lahiri, মিমি চক্রবর্তী, সম্পূর্ণা লাহিড়ি, মৈনাক ভৌমিক, tollywood, bengali news today

মৈনাক ভৌমিকের ছবিতে মিমি চক্রবর্তী

'চিনি'র পর 'মিনি' (Mini)। আজ্ঞে, পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) পরবর্তী ছবির নাম। যে নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর প্রযোজনার দায়িত্বে আরেক অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। টেলিভিশনের দৌলতে সম্পূর্ণা বেজায় পরিচিত নাম। এবার সিনেমা প্রযোজনায় তিনি। উল্লেখ্য, 'মিনি'র হাত ধরেই প্রথমবার মৈনাকের সিনেমায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী।

Advertisment

সাংসদ অভিনেত্রী এই মুহূর্তে সংসদীয় কাজে দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই নিজের আগামী ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমি জানিয়েছেন, 'মিনি'তে যে ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে, এভাবে আগে তাঁকে কোনও ছবিতেই দেখা যায়নি। অভিনেত্করীর মন্তব্য, "আমি ভীষণ এক্সাইটেড মৈনাকের সঙ্গে কাজ করার জন্য। ওঁর সঙ্গে আমার প্রথম আলাপ ক্রিসক্রস-এর সময় থেকে। ওই সিনেমাটার চিত্রনাট্য লিখেছিল। পরে লকডাউনের সময় একদিন মৈনাক আমাকে ফোন করে এই ছবির গল্পটা বলে। এই প্রজন্মের কথা মাথায় রেখে আমার সত্যিই ওঁর আইডিয়াটা দারুণ লেগেছে।"

publive-image

<আরও পড়ুন: ‘তুমিই অনুপ্রেরণা, সবসময়ে গর্বিত করেছ’, রিল লাইফের ‘মেরি’ প্রিয়াঙ্কার সান্ত্বনা মেরি কমকে>

publive-image
দুই প্রযোজক সম্পূর্ণা এবং রাহুল

কীরকম চরিত্রে দেখা যাবে মিমিকে? ভাঙলেন নিজেই। "'মিনি' একজন স্বাধীনচেতা মেয়ে। তবে তার জীবনে পরিবারেরও ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সম্পর্কগুলোও তাঁর কাছে খুব দামী। তবে কয়েকটা ঘটনার পর ওর জীবনের মোড় ঘোরে।" উল্লেখ্য, সম্পূর্ণা লাহিড়ির (Sampurna Lahiri) পাশাপাশি যৌথভাবে ছবির প্রযোজনা করছেন রাহুল ভঞ্জ। চলতি বছরই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Mimi Chakraborty Sampurna Lahiri Mainak Bhaumik
Advertisment