Advertisment
Presenting Partner
Desktop GIF

'তুমিই অনুপ্রেরণা, সবসময়ে গর্বিত করেছ', রিল লাইফের 'মেরি' প্রিয়াঙ্কার সান্ত্বনা মেরি কমকে

বৃহস্পতিবার একটুর জন্য টোকিও অলিম্পিক থেকে ছিটকে যান মেরি কম।

author-image
IE Bangla Web Desk
New Update
Tokyo Olympics, Priyanka Chopra, Mary Kom, প্রিয়াঙ্কা চোপড়া, মেরি কম, টোকিও অলিম্পিক, bengali news today

রিল লাইফের 'মেরি' প্রিয়াঙ্কা চোপড়ার সান্ত্বনা মেরি কমকে

বৃহস্পতিবার রাত। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সবার নজর তখন বক্সিং রিংয়ে। রুদ্ধশ্বাস ম্যাচ। স্বমহিমায় মেরি কম (Mary Kom)। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না মহিলা বক্সার। একটুর জন্য হেরে ছিটকে গেলেন অলিম্পিক থেকে। অথচ, তিনি নিজে সেই খবর জানতে পারেন ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর টুইট দেখে। কিন্তু টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেও তিনি যে প্রতিটা মহিলা বক্সারের রোজকার অনুপ্রেরণা। দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অনেকের কাছেই তিনি স্বপ্নদূত। আর রিয়েল লাইফের সেই মেরি কমের কাঁধেই দূরদেশে বসে হাত রাখলেন রিল লাইফ মেরি কম প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

Advertisment

মেরি কমের বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। পর্দায় তাঁর কেতাদূরস্ত পারফরম্যান্স দেখে দর্শকরাও বেজায় প্রশংসা করেছিলেন অভিনেত্রীর। মহিলা কুস্তিগীরের জীবনসংগ্রামকে প্রিয়াঙ্কা যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, তা দেখে দেশি গার্লের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ মেরি কম। সেই তিনিই বৃহস্পতিবার রাতে মেরি কম অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর টুইট করলেন।

<আরও পড়ুন: খাস কলকাতার হোটেলে পর্নফিল্মের শুটিং! গ্রেফতার নায়িকা নন্দিতা>

দেশি গার্ল লিখলেন, "জয়ীরা সবসময়ে এমনই হন। দারুণ মেরি কম। তুমি আমাদের দেখিয়ে দিয়েছো নিষ্ঠা আর জেদ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে মানুষকে। তুমি আমাদের অনুপ্রেরণা। প্রত্যেকটা মুহূর্তে আমাদের গর্বিত করে এসেছো।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১) বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার মেরি কম। আর তারপরই তাঁকে সান্ত্বনা দিতে ওয়েব ময়দানে নামেন রিল লাইফ মেরি কম প্রিয়াঙ্কা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Tokyo Olympics priyanka chopra mary kom
Advertisment