Youtuber Death: বছর ২৪-র ইউটিউবারের রহস্যমৃত্যু! কী করে মারা গেলেন তিনি?

Youtuber passed away: এমন একটা খবর পেয়ে তাঁর ভক্তরা যেন উদ্বিগ্ন। সকলের মনে একটাই প্রশ্ন, কী করে এমন একটা ঘটনা ঘটল? ক্রিয়েটারের দিদি সকল অনুরাগীদের উদ্দেশ্যে...

Youtuber passed away: এমন একটা খবর পেয়ে তাঁর ভক্তরা যেন উদ্বিগ্ন। সকলের মনে একটাই প্রশ্ন, কী করে এমন একটা ঘটনা ঘটল? ক্রিয়েটারের দিদি সকল অনুরাগীদের উদ্দেশ্যে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
misha Agrawal indian youtuber passed away before her birthday

হঠাৎ এহেন খবরে মর্মাহত ভক্তরা... Photograph: (Instagram)

Youtuber passed away: কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল তার ২৫ তম জন্মদিনের কয়েকদিন আগে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরটি তাঁর পরিবারের সদস্যরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

Advertisment

শুক্রবার রাতে, মিশার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল যা তার সমস্ত অনুগামীদের হতবাক করে দিয়েছিল। পোস্টটি তার নাম দিয়ে শুরু হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, "ভারাক্রান্ত হৃদয়ে আমরা মিশা আগরওয়ালের মৃত্যুর হৃদয়বিদারক সংবাদটি জানাচ্ছি। আপনারা তাকে এবং তার কাজকে যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখনও এই অপরিসীম ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি।" এই কনটেন্ট ক্রিয়েটার চলে গিয়েছেন ২৪ তারিখ। 

আর মাত্র দুদিন পরেই তাঁর জন্মদিন ছিল। ২৬ শে এপ্রিল অর্থাৎ গতকাল ২৫ বছরে পা দিতেন তিনি। তাহলে কী এমন হলো? মৃত্যুর কারণ কী? সমাজ মাধ্যম খেয়াল ক্রলে দেখা যাবে মার্চ মাসের ৩০ তারিখের পর আর কোনও কনটেন্ট তিনি শেয়ার করেননি। ভীষণ চুলবুলি এই মেয়েটিকে অনেকেই পছন্দ করতেন। তাঁর কাজ এবং সেন্স অফ হিউমার ছিল মনে রাখার মতো। এদিকে... 

Advertisment

আরও পড়ুন  -  Kanchan Mullick Health: শুটিংয়ের মাঝে অসুস্থ! হাসপাতাল থেকে সেটে গিয়ে ফের হাসপাতালেই ফিরেছেন, কেমন আছেন কাঞ্চন মল্লিক? 

এমন একটা খবর পেয়ে তাঁর ভক্তরা যেন উদ্বিগ্ন। সকলের মনে একটাই প্রশ্ন, কী করে এমন একটা ঘটনা ঘটল? ক্রিয়েটারের দিদি সকল অনুরাগীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা খবরটা জানার দাবী রাখেন বলেই আমরা এটা পোস্ট করেছি। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে আমরা এখনই কিছু বলতে চাই না। কীভাবে এবং কেন হল? এসব বলাত মতো পরিস্থিতিতে আমরা নেই। আশা করি আপনারা বুঝবেন। 

সোশ্যাল মিডিয়ার অন্য তারকারাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ জিজ্ঞেস করেছেন, এটা কী করে সমভ্ব? আবার কেউ বলেছেন, এটা কি কোনও প্র্যাঙ্ক? কেউ যেন বিশ্বাস করতেই পারছেন না যে মিশা এত অল্প বয়সেই চলে গিয়েছেন। এবং মৃত্যুর কারণ কেন লুকিয়ে রাখা হচ্ছে সেও আলোচনার শীর্ষে। 

viral youtuber Youtuber Death