Kanchan Mullick Health: শুটিংয়ের মাঝে অসুস্থ! হাসপাতাল থেকে সেটে গিয়ে ফের হাসপাতালেই ফিরেছেন, কেমন আছেন কাঞ্চন মল্লিক?

Kanchan Mullick Health Update: রক্তবীজ ২-এর সেটে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন মল্লিক। হাসপাতালে স্যালাইনও চলেছে তাঁর। এর মাঝে আবার শুটিং সেরে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। কী হয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের?

Kanchan Mullick Health Update: রক্তবীজ ২-এর সেটে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন মল্লিক। হাসপাতালে স্যালাইনও চলেছে তাঁর। এর মাঝে আবার শুটিং সেরে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। কী হয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের?

author-image
Kasturi Kundu
New Update
হাসপাতাল থেকে সেটে গিয়ে ফের হাসপাতালেই ফিরেছেন

হাসপাতাল থেকে সেটে গিয়ে ফের হাসপাতালেই ফিরেছেন

Kanchan Mullick Raktabeej 2 Shooting: একদিকে জোরকদমে চলছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজো রিলিজ 'রক্তবীজ ২'-এর শুটিং তো অন্যদিকে আগামী ছবি 'আমার বস'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে চলেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। শুধু কাজের চাপ নয়, সংসার-ছোট্ট মেয়ের খেয়াল সবটুকু সামলাতে একেবারে সিদ্ধহস্ত। কিন্তু, শরীর তো অনেক সময় সঙ্গ ছেড়ে দেয় আর তখনই ঘটে বিপদ। ঠিক যেমনটা হয়েছে কাঞ্চন মল্লিকের সঙ্গে। রক্তবীজ ২-এর শুটিংয়ের সময়ই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

Advertisment

প্যাক-আপের পর শুটিং সেট থেকেই সোজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হাসপাতালেই ভর্তি ছিলেন কাঞ্চন। তার মাঝে অবশ্য বন্ডে সই করে রক্তবীজ ২-এর শুটিং সেরে আবার হাসপাতালে ফিরে এসেছেন। ঠিক কী হয়েছিল জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। 

খবরের সত্যতা স্বীকার করেছেন শ্রীময়ী। তিনি জানিয়েছেন, ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে পুজো দিয়ে একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন। সারাদিন চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই কেটেছিল। সেদিন রাত থেকেই প্রচণ্ড গরমে কাঞ্চনের ডিহাইড্রেশন হয়ে যায়। ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই খানিক সুস্থ হয়েছিলেন। তবে শরীর দুর্বল ছিল। ওই অবস্থাতেই ১৬ তারিখ সকালে শুটিংয়ে গিয়েছেন। প্যাক আপের পর শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করান কাঞ্চন মল্লিককে। 

আরও পড়ুন: 'পরের ছুটিটা কাশ্মীরে কাটাব', পহেলগাঁও হামলার পর ভারতবাসীর উদ্দেশে কী বার্তা সুনীলের?

Advertisment

১৬ এপ্রিল রাত থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ভর্তি ছিলেন। শরীরের জলের পরিমান অনেকটাই কমে গিয়েছিল। তাই স্যালাইনও চলেছে। এদিকে আবার শুটিং বাকি। পরিচালকের বারণ সত্ত্বেও হাসপাতালের বন্ডে সই করে সেটে পৌঁছে যান। শুটিং শেষ করে আবার হাসপাতালে ফিরে আসেন কাঞ্চন মল্লিক। তারপর ১৯ এপ্রিল পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শ্রীময়ী আরও জানিয়েছেন, কাঞ্চন মল্লিক একজন 'কাজপাগল' মানুষ। কিছুতেই চিকিৎসকের কাছে যেতে চান না। কিন্তু, শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি একপ্রকার জোর করেই ভর্তি করিয়েছিলেন। উল্লেখ্য, প্রচণ্ড গরমে নিজেও ভুগেছেন শ্রীময়ী। তবে এখন সুস্থ আছেন। লক্ষ্মীসোনা কৃষভি-কেও এই গরমে সুস্থ রাখতে কোনও ত্রুটি রাখছেন না সেলেব মম। 

আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার

Raktabeej 2 Bengali Film Industry Bengali Film Bengali Cinema Bengali Actor Kanchan Mullick