Advertisment
Presenting Partner
Desktop GIF

গোর্খাল্যান্ডে বেড়াতে গেছেন জোজো! এক পোস্টেই পৃথক রাজ্যের বিতর্ক উস্কে দিলেন গায়িকা

নেটিজেনরা তাঁর পোস্টে রে রে করে উঠেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Miss Jojo sparks controversy after her Kalimpong vacation post location shows Gorkhaland

সঙ্গীতশিল্পী জোজোর ফেসবুক পোস্ট নতুন করে গোর্খাল্যান্ড ইস্যু উস্কে দিয়েছে ফেসবুকে

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীরা পৃথক রাজ্যের দাবিতে হুঁশিয়ারি দিয়ে চলেছে। পাল্টা উত্তরবঙ্গে গিয়ে তাদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা। রাজ্যভাগের দাবিতে বন্দুক দেখালে বন্দুক ভোঁতা করে দেওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই সঙ্গীতশিল্পী জোজোর ফেসবুক পোস্ট নতুন করে গোর্খাল্যান্ড ইস্যু উস্কে দিয়েছে ফেসবুকে।

Advertisment

সামনেই পাহাড়ে জিটিএ নির্বাচন রয়েছে। পাহাড়ের রাজনীতি এখন সরগরম। মমতাও উত্তরবঙ্গে। দীর্ঘদিনের দাবিদার বিমল গুরুংরা জিটিএ ভোটের বিরোধিতা করলেও পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসেছেন। অথচ সমতল থেকে পাহাড়ে গিয়ে কি না জোজো গোর্খাল্যান্ড ইস্যু উস্কে দিলেন। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন ‘হু ইজ দিস ব্ল্যাক গাই?’, যশের প্রশ্নে তোলপাড়, বিতর্কে মুখ খুললেন পরিচালক শিলাদিত্য

বর্তমানে পাহাড়ে বেড়াতে গিয়েছেন জোজো মুখোপাধ্যায়। বাঙালি তথা হিন্দি সঙ্গীত জগতেও তিনি মিস জোজো নামেই পরিচিত। অজস্র হিট গান রয়েছে তাঁর কণ্ঠে। সপরিবারে বেড়াতে গিয়ে রিশপের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। আর তাতেই বাধে গোল। লোকেশনে লেখা রয়েছে, রিশপ, গোর্খাল্যান্ড, ইন্ডিয়া।

Miss Jojo sparks controversy after her Kalimpong vacation post location shows Gorkhaland
এই সেই পোস্ট, যা ঘিরে বিতর্ক

ব্য়স! তাতেই বিতর্কের শুরু। চেক ইন প্লেস গোর্খাল্যান্ড দেখেই নেটিজেনরা তাঁর পোস্টে রে রে করে উঠেছেন। কমেন্ট বক্সে তাঁদের প্রশ্ন আসতে শুরু করে। একজন লিখেছেন, "এই গোর্খাল্যান্ডটা কোথায়? বাংলায় গোর্খাল্যান্ড কবে হলো? এখনই ডিলিট করুন। নাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। কী ভাবেন আপনারা নিজেদের? যা খুশি তাই?"

আরও পড়ুন নিরীহ কুকুরদের চড়-থাপ্পড়! ‘অত্যাচারী’ প্রশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ শ্রীলেখার

এই নিয়ে বিতর্ক তৈরি হতেই সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, "এটা অনিচ্ছাকৃত ভুল। ফেসবুকে লোকেশন ট্যাগ করতে গিয়ে নিজে থেকেই গোর্খাল্যান্ড নিয়ে নিয়েছে। ফেসবুক-গুগলের উপর আমার কিছু করার নেই। আমি কোনও বিতর্ক করতে চাই না।" পরে তিনি নিজের ছবি থেকে লোকেশন ট্যাগ সরিয়ে নেন।

Gorkhaland Miss Jojo Singer Jojo
Advertisment